স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির দপ্তরের সামনে অনশনে বসেছেন চাকরিহারারা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এই অবস্থান চলছে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির মধ্যেই রাতভর আচার্য সদনের সামনে অবস্থান করেছেন কর্মহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। আজ, শুক্রবার চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। করুণাময়ী থেকে এসএসসির অফিস অর্থাৎ আচার্য সদন পর্যন্ত মিছিল করে যাবেন তাঁরা। একই সঙ্গে এ দিন দুপুরে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকও রয়েছে চাকরিহারাদের। সেই বৈঠকে সমাধান সূত্র কি মিলবে, নজর সে দিকেও।
অনশনকারীদের একটাই দাবি, ‘২০১৬ সালে যারা এসএসসি দিয়েছে, সকলের ওএমআর শিটের মিরর ইমেজ এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হোক। যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করে সমস্ত তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে আমাদের চাকরিটা ফিরিয়ে দিক।’
অন্য দিকে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর ডাকে আজ এসএসসি ভবন অভিযান। এ দিন সকাল থেকেই এসএসসি ভবনের সামনে বিশাল পুলিশ পিকেটিং নজরে আসছে। আচার্য সদনের সামনে প্রচুর খাকি ও সাদা উর্দিধারী।
ক্রমেই ঝাঁঝ বাড়ছে চাকরিহারাদের আন্দোলনের। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। সেই মিছিলে শুধু চাকরিহারারাই ছিলেন না, ছিলেন, ২০১৬ সালের অনেক আগে চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকা থেকে অশীতিপর বৃদ্ধ, আরজিকর আন্দোলনের মুখ হিসাবে উঠে আসা একাধিক চিকিৎসক পড়ুয়া থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্তরা।
শুক্রবার ফের এসএসসি ভবন অভিযান। এর পরই বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন শিক্ষাদপ্তরের সচিব, এসএসসির চেয়ারম্যানও। চাকরিহারাদের তরফে একটাই দাবি থাকবে, ওএমআর শিটের মিরর ইমেজ ও যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক।
সূত্রের খবর, চাকরিহারাদের চাকরি ফেরাতে সরকার কী করছে, তারও ইঙ্গিত দেওয়া হতে পারে উল্টো দিক থেকে। তবে চাকরিহারারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই এসএসসি অভিযান শুধু যাওয়া-আসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দাবি না আদায় হওয়া পর্যন্ত পথেই থাকবেন তাঁরা। অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন।