• প্রাইমারির নিশ্চিন্ত চাকরিতে ফিরতে চান এমএসসি শিক্ষক
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • সুপ্রকাশ চক্রবর্তী, হাওড়া

    সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের অনেকেই প্রাথমিকের শিক্ষকতা ছেড়ে হাইস্কুলে এসেছিলেন। শীর্ষ আদালত জানিয়েছিল, প্রাইমারি থেকে পদত্যাগ করে যাঁরা হাইস্কুলে চাকরি পেয়েছিলেন, তাঁরা চাইলে পুরোনো চাকরি ফিরে পেতে আবেদন করতে পারবেন।

    হাওড়া জেলার চাকরিহারা শিক্ষকেরা ইতিমধ্যেই জেলা প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তরে সেই আবেদন জমা দিতে শুরু করেছেন। আদৌ তাঁদের চাকরি থাকবে কিনা, সেই সংশয়ের আবহে পুরোনো চাকরিই ফিরে পেতে চান তাঁরা। হাওড়ার প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ৫৫ জন শিক্ষক-শিক্ষিকা প্রাথমিকের শিক্ষকতার পদ থেকে রিজ়াইন করে হাইস্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন।

    তাঁদের মধ্যে ইতিমধ্যেই ২৫ জন শিক্ষক–শিক্ষিকা তাঁদের পুরোনো চাকরিতে ফিরিয়ে নিতে আবেদন জানিয়েছেন। প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর সেই আবেদন গ্রহণও করেছে।

    প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের হাওড়া জেলার চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, আদালত যেহেতু তিন মাসের মধ্যে এই আবেদন করার নির্দেশ দিয়েছে, তাই যাঁরা প্রাথমিকের চাকরি থেকে পদত্যাগ করেছিলেন, তাঁরা এখন থেকেই সেই আবেদন করতে শুরু করেছেন। প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর তাঁদের আবেদনপত্র গ্রহণও করেছে।

    এখনও পর্যন্ত রাজ্য সরকার এ বিষয়ে তাঁদের কোনও নির্দেশিকা পাঠায়নি বলে জানিয়েছেন চেয়ারম্যান। যে শিক্ষক–শিক্ষিকারা প্রাথমিকে ফিরতে চান, তাঁদের অভিযোগ, যে ভাবে তাঁদের হাইস্কুলের চাকরি গেল এবং যে অনিশ্চয়তা তৈরি হলো, তার চেয়ে প্রাথমিকের চাকরিতে অনেকটাই নিশ্চিন্ত ছিলেন তাঁরা। তাই বেতন কম হলেও, সেই চাকরি ফিরে পেতে চান তাঁরা।

    হাওড়ার বাউড়িয়ার এক শিক্ষক ২০১০–এ প্রাথমিকে যোগ দিয়েছিলেন বাগনানের একটি প্রাইমারি স্কুলে। সেখান থেকে পদত্যাগ করে মুর্শিদাবাদের একটি হাইস্কুলে যোগ দেন। করোনার সময়ে মিউচুয়াল ট্রান্সফারের সুবিধা নিয়ে পশ্চিম মেদনীপুরের একটি হাইস্কুলে যোগ দেন।

    বায়োলজি নিয়ে এমএসসি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এখন আবার প্রাথমিকের চাকরি ফিরে পেতে আবেদন করেছেন। ডোমজুড়ের এক অঙ্কের শিক্ষক এমএসসি করে প্রাথমিকের চাকরি থেকে পদত্যাগ করে হাইস্কুলে যোগ দিয়েছিলেন। তিনিও ফিরতে চান প্রাথমিকেই।

  • Link to this news (এই সময়)