মাইনে হবে চাকরিহারাদের? ব্রাত্যর সঙ্গে আজ মিটিং-SSC অভিযানও
আজ তক | ১১ এপ্রিল ২০২৫
সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষিক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। চাকরি ফেরানোর দাবিতে চলছে আন্দোলন। রুজিরুটি ঘিরে এহেন অনিশ্চয়তার মধ্যে আরও এক শঙ্কায় চাকরিহারারা। চলতি মাসের বেতন কি তাঁরা পাবেন? এই প্রশ্নই চাকরিহারাদের মনের কোণায় দানা বেঁধেছে। অন্য দিকে, শুক্রবার এসএসসি ভবন অভিযান করবেন চাকরিহারারা। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাঁদের বৈঠকও হওয়ার কথা রয়েছে।
চাকরি বাতিলের আবহে সম্প্রতি স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গিয়েছে। সেখানে চাকরিহারাদের নামও রয়েছে। কিন্তু তাঁরা কি এ মাসের বেতন পাবেন? একাংশের মতে, চাকরিহারাদের চলতি মাসের বেতন দিলে আদালত অবমাননার মুখে পড়ার আশঙ্কা থাকছে রাজ্যের।
জানা যাচ্ছে, চাকরিহারাদের চলতি মাসের বেতন দেওয়া হবে কি না, তা নিয়ে আইনি মতামত নেওয়া হচ্ছে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বেতন পোর্টাল। সূত্রের খবর, তার আগেই আইনি পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর। বেতনের পাশাপাশি বর্ধিত ৪ শতাংশ ডিএ দেওয়া হবে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
আইনি মহলের একাংশের মতে, সুপ্রিম কোর্টের রায়ে যেহেতু চাকরি বাতিল হয়েছে, তাই তাঁদের কোনওরকম সুবিধা দিলে, তা আদালত অবমাননা হতে পারে। এদিকে, বেতন না পেলে কীভাবে চলবে, তা বুঝে উঠতে পারছেন না চাকরিহারারা।
অন্য দিকে, কসবায় চাকরিহারাদের পুলিশের লাঠিচার্জের ঘটনায় সমাজের সর্বস্তরে প্রতিবাদের ছবি প্রকাশ্যে আসছে। এসএসসি ভবনের কাছে রিলে অনশনে বসেছেন চাকরিহারারা। বৃহস্পতিবার মহামিছিল করেন তাঁরা।