• আজ, শুক্রবার শহরে রয়েছে একাধিক মিটিং ও মিছিল, যানজটের আশঙ্কা
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার ব্যস্ত দিনে কলকাতার একাধিক রাস্তায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। যার ফলে যানজটের সৃষ্টি হতে পারে শহরে। কাজের জন্য রাস্তায় বেরিয়ে ট্রাফিকের মধ্যে ফেঁসে যেতে পারেন আপনারা। আপাতত শহরে কোথাও যানজটের খবর নেই। তবে বেলা বাড়লে একাধিক মিটিং, মিছিল ও জনসমাবেশের জন্য স্তব্ধ হতে পারে শহর। আজ, শুক্রবার দুপুর ১২টায় একটি সভা রয়েছে রানি রাসমণি অ্যাভিনিউতে। সেখানে ৬০০-৭০০ জনের জমায়েত হবে। দুপুর ১টায় ওয়াই চ্যানেলে একটি সভা রয়েছে। তাতে ২০০-২৫০ জন উপস্থিত থাকার কথা রয়েছে। দুপুর ১টাতেই রফি আহমেদ কিদওয়াই রোডেও একটি সভা রয়েছে। ওই একই সময়ে হাজি মহম্মদ মোহসিন স্কোয়ারের কাছে একটি জমায়েত রয়েছে। যাতে অংশগ্রহণ করবেন প্রায় অনেকেই। দুপুর ১টাতেই জাকারিয়া স্ট্রিট থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা রয়েছে গোরাচাঁদ রোড থেকে। ওই একই সময়ে কাশিপুর রোড ও কে সি রোডে একটি সভা রয়েছে। তাতে প্রায় ২০০০ লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে। দুপুর ২টোতে খিদিরপুর ক্রসিংয়ে একটি মিটিং রয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে বরতলা রেললাইন মোড় থেকে পিঙ্ক স্কোয়ার মল হয়ে কারবালা রোড পর্যন্ত একটি মিছিল যাওয়ার কথা রয়েছে। দুপুর ৩টের সময়ে হাজরা মোড়ে রয়েছে একটি বড় সভা। ওই সময়েই বৈষ্ণব শেঠ স্ট্রিট থেকে জোড়াবাগান স্ট্রিট পর্যন্ত একটি মিছিল যাওয়ার কথা রয়েছে। এছাড়াও সন্ধ্যা ৬টার সময়ে যাদবপুরের কফি হাউসের সামনে ৮বি বাস স্ট্যান্ডের কাছে একটি সভা রয়েছে। আজ, শুক্রবার সারাদিনই শহরে নানা মিটিং-মিছিল ও সভা থাকায় যানজট হতে পারে। তবে সবক্ষেত্রেই  শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন। 
  • Link to this news (বর্তমান)