• তীব্র দাবদাহ থেকে কিছুটা রেহাই, আজ, শুক্রবারও হবে ঝড়-বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হয়েছিল বজ্রগর্ভ মেঘ। আর সেই কারণে গতকাল, বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টি চলে। গতকাল, রাতের দিকেও কলকাতা ও আশেপাশের জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আপাতত তীব্র গরম থেকে কয়েকদিনের স্বস্তি মিলতে পারে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি কম। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে আজ, শুক্রবার ঝড়-বৃষ্টির বিষয়ে এখনই কোনও পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। তবে এও জানা গিয়েছে, আগামী কাল, শনিবার থেকে ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে উত্তরবঙ্গে কমতে পারে ঝড়-বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় শহরে ০০১.২ মিমি বৃষ্টি হয়েছে।  
  • Link to this news (বর্তমান)