• নিম্নচাপের জের! ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, ভাসবে কলকাতা-সহ ৫ জেলা...
    ২৪ ঘন্টা | ১১ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল: উত্তর এবং দক্ষিণ মিলিয়ে কাল রাজ্যের ১৪ টি জেলা বৃষ্টি পেয়েছে। কলকাতা সহ ৫ জেলা কালবৈশাখী পেয়েছে। আজও রাজ্যের জেলায় জেলায় স্থানীয়ভাবে বৃষ্টি চলবে। 

    সিস্টেম

    শক্তিশালী সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। আজ কিছুটা এগিয়ে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর ক্রমেই শক্তি কমবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত। আরো একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। এটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। তৃতীয় অক্ষরেখা দক্ষিণ-পূর্ব মধ্য প্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। যেটি ছত্রিশগড় ও ঝাড়খন্ডের উপর দিয়ে গেছে।

    দক্ষিনবঙ্গ

    আজ শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে। শনিবার ও রবিবারেও দক্ষিণবঙ্গে সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির। পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী কয়েক দিন তাপমাত্রার কোন বড়সড় পরিবর্তন নেই।

    উত্তরবঙ্গ

    উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

     কলকাতা

    আজ ফের বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমান কালকের বৃষ্টির জেরে কম থাকায় কিছুটা স্বস্তি। কিন্তু বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশের ফলে বেলা বাড়লে ফের ঘর্মাক্ত অস্বস্তি। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই।

    কলকাতার তাপমান

    মরশুমের প্রথম কালবৈশাখীর হাত ধরে কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে ৪ ডিগ্রি নেমে গেছে। পরশু রাতের তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি। অর্থাৎ রাতারাতি প্রায় ৫ ডিগ্রি পারদ নেমেছে। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় গড়ে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

    ভিনরাজ্য

    ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার সিকিম তামিলনাড়ু ও কেরালাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেশ কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং ঝাড়খন্ডে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আবহাওয়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ছত্তীসগঢ়, ঝাড়খন্ড, সিকিম, বিহার এবং কেরালা, কর্নাটকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝড় ও বাতাস পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, কেরালা, মাহে, তেলেঙ্গনা ও কর্নাটকে।

  • Link to this news (২৪ ঘন্টা)