সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। বারবার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও ডিআই অফিস অভিযান, রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। শুক্রবার এসএসসি ভবন অভিযান কর্মসূচি রয়েছে তাঁদের। আবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকও রয়েছে চাকরিহারাদের। জোড়া কর্মসূচি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।
সকাল ১০.৪০: চাকরিহারাদের ‘গান্ধীগিরি’। কসবায় লাঠিচার্জের পালটা পুলিশকে গোলাপ বিলি চাকরিহারাদের। তবে গোলাপ নিতে অস্বীকার করেন উর্দিধারীরা।
সকাল ১০.৩০: প্ররোচনায় পা দেবেন না। এসএসসি ভবনের সামনে প্রচার চাকরিহারাদের।সকাল ৯.৩৪: কসবায় পুলিশের লাথি বিতর্কে কলম ধরলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।