• পর পর বিকল পয়েন্ট, দীর্ঘক্ষণ ভোগাল ট্রেন
    আনন্দবাজার | ১১ এপ্রিল ২০২৫
  • বিকেল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ের মুখে পয়েন্ট বিভ্রাটের জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হল বারাসত স্টেশনে। বৃহস্পতিবার এই বিপত্তির জেরে ওই স্টেশনে ঘণ্টা দুয়েকের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে বনগাঁ এবং হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। একাধিক ট্রেন মাঝপথে বিভিন্ন স্টেশনে আধ ঘণ্টা থেকে ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা ৬টার পরে পয়েন্টের সমস্যা মেটে। তবে, তত ক্ষণে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লেগে যায়। অস্বাভাবিক দেরির কারণে বাতিল করতে হয় বেশ কিছু লোকাল ট্রেন। গরমের মধ্যে বিভিন্ন ট্রেনে যাত্রীদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হওয়ায় ভোগান্তি বাড়ে।

    রেল সূত্রের খবর, এ দিন বিকেল চারটে নাগাদ বারাসত স্টেশনে ঢোকার মুখে দু’টি পয়েন্ট পর্যায়ক্রমে বিকল হয়ে যায়। প্রথম দফায় একটি পয়েন্ট (দু’টি লাইনের জোড়ের মুখ) বিকেল ৪টে থেকে ৪টে ৪০ মিনিট পর্যন্ত বিকল থাকায় বনগাঁ শাখার একাধিক লোকাল ট্রেন আটকে পড়ে। তার পরে ওই সমস্যা প্রাথমিক ভাবে মিটে যায়। কিন্তু, ফের ওই একই পয়েন্ট আবার হঠাৎ বিকল হয়ে যায় পাঁচটা নাগাদ। ওই একই সময়ে পিঠোপিঠি আরও একটি পয়েন্ট বিকল হয়ে যায়। দু’টি পয়েন্ট পর্যায়ক্রমে মেরামত করতে সন্ধ্যা ৬টা বেজে যায়। মাঝের সময়ে ট্রেনের ভুল লাইনে চলে যাওয়ার বিপত্তি এড়াতে জোড়ের মুখে ক্ল্যাম্প লাগিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়। তবে, ওই প্রক্রিয়ায় অনেক সময় লেগে যায়। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় অফিস ফেরত যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।

    রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাদের তরফে মেরামতি সেরে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার সব রকম চেষ্টা চালানো হয়েছে। আধিকারিকদের একাংশের অভিযোগ, ব্যস্ত স্টেশনগুলি লাগোয়া দোকানপাট ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীর একাংশ প্লাস্টিক-সহ অন্যান্য আবর্জনা রেললাইনে ফেলেন। এর ফলে মাঝেমধ্যেই রেললাইনের জোড়ের মুখে সেই প্লাস্টিক আটকে যাওয়ার ঘটনা ঘটছে। যার জন্য ট্রেনের ট্র্যাক পরিবর্তনের পয়েন্ট বহু সময়ে ঠিক মতো জুড়ছে না। এমন নানা বিপত্তির কারণে পয়েন্ট বিকল হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। রেলের পক্ষ থেকে এ নিয়ে লাগাতার প্রচার চালিয়ে যাত্রীদের সচেতন করার চেষ্টা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)