ঝেঁপে বৃষ্টি নামতে পারে জেলায় জেলায়, সঙ্গে ঝড়ের সতর্কতা! কলকাতায় পাঁচ ডিগ্রি নামল পারদ
আনন্দবাজার | ১১ এপ্রিল ২০২৫
চৈত্র মাসের শেষ লগ্নে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার রাতের দিকে কলকাতায় ঝড়বৃষ্টি হয়েছে। দমকা হাওয়ার সঙ্গে কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বেশ কিছু ক্ষণের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হয়। গরমে কিছুটা স্বস্তি দিয়েছে আবহাওয়ার এই ঝটিতি পরিবর্তন। এর ফলে এক দিনে পাঁচ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। হুগলিতে ওই দিন ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়।
উত্তরবঙ্গের সব জেলাতে শনিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তরের আট জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার এবং উত্তর বাংলাদেশের উপরে একটি করে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারের পর থেকে আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে।