• বিজ্ঞান বিভাগ বাঁচাতে স্কুলের প্রাক্তনী-শরণ
    আনন্দবাজার | ১১ এপ্রিল ২০২৫
  • পরীক্ষা পর্ব কোনও রকমে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার থেকে ক্লাস চালু হলে তা সামাল দেওয়া যাবে কী ভাবে? আদালতের রায়ে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা চাকরি হারানোয় এ নিয়ে বহু স্কুলই কার্যত দিশাহারা। পরিস্থিতি মোকাবিলায় গ্রামবাসী এবং প্রাক্তনীদের দ্বারস্থ হচ্ছেন আরামবাগের ডিহিবাগনান কে বি রায় উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজ, শুক্রবার পরিচালন কমিটির বিশেষ বৈঠক ডাকা হয়েছে বলে জানান টিচার ইন চার্জ শুভেন্দু আদক।

    শুভেন্দু জানান, উচ্চ মাধ্যমিকে স্তরে বিজ্ঞান বিভাগ উঠে যাওয়ার উপক্রম। তা বাঁচানো যায় কি না, সেই চেষ্টা হচ্ছে। অনেক কৃতী প্রাক্তনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা যদি কিছু আর্থিক সাহায্য করেন, আংশিক সময়ের কয়েক জন শিক্ষক রেখে আপাতত কয়েক মাস চালানো সম্ভব। তার পরে পরিস্থিতি বুঝে পরবর্তী ভাবনা। এমনিতেই ৭ জন আংশিক সময়ের শিক্ষক রয়েছেন। আরও অন্তত ৭ জন দরকার।

    এই স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরের রসায়ন, প্রাণিবিদ্যা এবং অঙ্কের শিক্ষক চাকরি হারিয়েছেন। তালিকায় রয়েছেন মাধ্যমিক স্তরের দু’জন ইতিহাস, এক জন ইংরেজি এবং এক জন অঙ্কের শিক্ষক। অনুমোদিত শিক্ষক-শিক্ষিকা পদ ৩৪। ছিলেন ২১ জন। বর্তমানে সেই সংখ্যা ৭ জন। পড়ুয়া ১০২৪ জন।

    স্কুল সভাপতি অশোক অধিকারী বলেন, “শিক্ষক না থাকায় ২০১৮ সালে বাণিজ্য বিভাগ বন্ধ হয়েছে। বিজ্ঞান বিভাগও উঠে গেলে স্কুলের গৌরব থাকবে না। সামনেই মাধ্যমিকের ফল। বিজ্ঞান বিভাগে ছেলেদের ভর্তির জন্য অভিভাবকেরা ফোন করছেন, সদুত্তর দেওয়া যাচ্ছে না।’’

    এই স্কুলের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিকে পাশ করা কৃতীর সংখ্যা অনেক। ধারাবাহিক ভাবে ভাল ফল হয়। ২০১৩ সালে মাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় পয়লা নম্বরে ছিলেন এই স্কুলের রূপায়ণ কুন্ডু। ক্যানসার নিয়ে গবেষণারত রূপায়ণ-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তনীরা স্কুলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)