• দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, সরশুনায় গ্রেপ্তার প্রৌঢ়
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • হাত-পা বেঁধে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। সরশুনা থানা এলাকার ঘটনায় গ্রেপ্তার করা হলো এক প্রৌঢ়কে। শুক্রবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত পলাতক। পকসো আইনে মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বছর বারোর দুই নাবালিকা পাড়াতেই খেলছিল। হঠাৎ তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পাড়ার বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হয়।

    এর পরই এলাকারই পরিত্যক্ত জায়গায় একটি ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, অভিযুক্তরাও সেখানে ছিল। এলাকার লোকজন একজনকে ধরে ফেললেও অপর জন পালিয়ে যায়।

    এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পাড়ার ভিতরে কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের লোকজন। সরশুনা থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)