• প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের
    এই সময় | ১১ এপ্রিল ২০২৫
  • প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। তাঁর প্রয়াণে শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান, পুরসভা, সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানে এ দিন বেলা ২টোর পর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।

    দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন রেজ্জাক মোল্লা। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের বাকড়ি গ্রামে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় ৫০ বছরের বিধায়ক ছিলেন রেজ্জাক মোল্লা। পোড় খাওয়া রাজনীতিক রেজ্জাক একাধিক মন্ত্রিসভার সদস্য থেকেছেন। বাম এবং তৃণমূল, দুই জমানাতেই তিনি মন্ত্রী হিসেবে কাজ করেছেন।

    ক্যানিং পূর্ব বিধানসভার মিলনবাজারের কাছে বাকড়া গ্রামে রেজ্জাক মোল্লার পৈত্রিক ভিটে। গত চার-পাঁচ বছর ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বার্ধক্যজনিত অসুখের সঙ্গে কিডনির অসুখে ভুগছিলেন। বছর তিনেক আগে শ্বাসকষ্ট ও কিডনির সমস্যার কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যদিও সে সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

    বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন রেজ্জাক মোল্লা। ২০১৬ সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে কৃষি বিপণন ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী হন। সেই প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য।

  • Link to this news (এই সময়)