তরমুজের বস্তায় এসব কী? উড়িষ্যার দিকে থেকে আসা লরিতে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ!...
আজকাল | ১১ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্রুত গতিতে ছুটছিল একটি দশ চাকার লরি। পিছনে ওই লরিকে টেক্কা দিয়ে ছুট ছিল বেশ কয়েকটি চারচাকার গাড়িও। আগাম খবর ছিল পুলিশের কাছে। সেই মতো অভিযান চালিয়ে লরিটিকে দাঁড় করানোর পর তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। তরমুজ বোঝাই লরির ভিতর কুইন্টাল কুইন্টাল গাঁজা। সেই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের জন্য।
মাঝপথে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে জাতীয় সড়ক ধরে উড়িষ্যার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি তরমুজ বোঝাই লরি। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ধামতোড় এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও ডেবরা থানার পুলিশ।
সন্দেহ হওয়ায় ওই লরিটিকে আটক করে এসটিএফ। তারপর ওই লরিটিতে তল্লাশি চালিয়ে তরমুজের ভিতর থেকে প্রচুর কালো কালো বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় সাড়ে তিন কুইন্টাল গাঁজা। ইতিমধ্যেই পুলিশ ওই লরিটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই লরির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতের বাড়ি ডেবরা বাজার সংলগ্ন এলাকায়। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পাশাপাশি এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এর পিছনে কার কার হাত রয়েছে, সেই তথ্য জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এর সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় মাদকচক্রের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।