সন্ধে নামতেই দমকা হাওয়া-তুমুল বৃষ্টি, সপ্তাহান্তে বাড়বে ঝড়ের গতি! কোন কোন জেলায় দুর্যোগ? জেনে নিন এখনই...
আজকাল | ১১ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস সত্যি করে বৃহস্পতির সন্ধে নামতেই তুমুল ঝড়, বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। যদিও বৃহস্পতির বিকেল থেকেই মুখ ভার ছিল কলকাতা-সহ একাধিক জেলার। সন্ধে নামতেই দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তিও মিলেছে ভ্যাপসা গরম থেকে।
শুধু বৃহস্পতিবার নয়, একটানা সাতদিন ঝেঁপে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা বাংলায়। কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। টানা চারদিন জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা। এমনকী নববর্ষে, উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না। সেদিনও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। শনিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহারে বৃষ্টি সম্ভাবনা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার অর্থাৎ ১৩ এপ্রিল, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি নদীয়ায় বজ্রবিদ্যুত-বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে ঝড়ের গতি, ৩০-৪০ কিলোমিটারের পরিবর্তে ঝরের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।
সোমবারেও দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা। সঙ্গে দোসর থাকবে দমকা বাতাস, ঝড়। এই টানা ঝড়-বৃষ্টিতে গ্রামাঞ্চলে একাধিক সমস্যা দেখা দিতে পারে, বৃষ্টি পূর্বাভাসের সঙ্গেই সেই বার্তাও দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে বেশকিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতাও রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম। অন্যদিকে শহরেরে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪ ডিগ্রি কম।