• ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল বিশাল আকারের লাইট-পোস্ট, খেলার মাঠেই আহত ১০...
    আজকাল | ১১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বিকেল থেকেই আকাশ মেঘলা ছিল। কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি শুরু হয় বেলা গড়াতেই। সন্ধে নামলে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ে ব্যাপক হারে। আর তাতেই ঘটল বিপত্তি।

    পূর্ব মেদিনীপুর ভগবানপুরের সরবেড়িয়াতে বৃহস্পতিবার রাতে মিনি ফুটবল খেলা চলাকালীন ঝড় ওঠে। খেলা বন্ধ করে দর্শকরা যখন মাঠ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখনই আচমকা ঝড়ের তাণ্ডবে লাইট পোস্ট ভেঙ্গে পড়ে। ভাঙা পোস্টে চাপা পড়েন অনেকে। আহত প্রায় দশ জন।

     তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি চন্ডীপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তিনজন গুরুতর আহত হয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

    একটি ফাঁকা মাঠে এই খেলার আয়োজন করা হয়েছিল। স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন অস্থায়ীভাবে স্টেজের লাইটের ব্যবস্থার জন্য এই লোহার রডের পিলারগুলি দাঁড় করানো হয়েছিল। ঝড়ের প্রবল হাওয়ায় নড়বড়ে এই পিলারগুলি লাইট-সহ আচমকা পড়ে যায়। তাতেই বিপত্তি ঘটে।

     তবে ঝড় ওঠার সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে দেন কর্মকর্তারা। খেলা বন্ধের ঘোষণাও হয়ে যাওয়ার পর, সকলে ছুটতে শুরু করেন। কিন্তু তাতেই এড়ানো গেল না বিপদ। 
  • Link to this news (আজকাল)