• প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা
    আজকাল | ১১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আবদুর রেজ্জাক মোল্লা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বাম আমলের মন্ত্রী, পরবর্তীকালে যোগ দিয়েছিলেন তৃণমূলে।  শুক্রবার নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। 

    দীর্ঘদিন লালা ঝান্ডার রাজনীতি করলেও, ২০১৬ সালে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। তবে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেনও। শুক্রবার ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই প্রয়াত হন প্রাক্তন মন্ত্রী।

    ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। বামফ্রন্ট জমানায় রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রি ছিলেন তিনি। এমনকি, ২০১১, বাংলায় বামেদের টালমাটাল সময়েও রেজ্জাক নিজের গড় ধরে রেখেছিলেন অবলীলায়।  তবে দলবিরোধী কার্যকলাপের জন্য ২০১৪ সালের সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তাঁকে বহিষ্কার করে। ২০১৪ সালেই ভারতীয় ন্যায়বিচার পার্টি আন্মে নতুন দল তৈরি করেন। ২০১৬ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০১৬-তেই ভাঙড় থেকে প্রার্থী হন তিনি। নির্বাচন জেতেনও।

    বাম জমানার মন্ত্রী, জায়গা বদলে তৃণমূল জমানার বিধায়ক ছিলেন পাঁচ বছর। কৃষি বিপণন ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন।  তবে বয়সজনিত কারণে ২০২১ নির্বাচনে রেজ্জাক মোল্লাকে আর প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। দলের সঙ্গে বেশকিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বলেই গুঞ্জন রাজনীতির অলিন্দে। দীর্ঘদিন সক্রিয় রাজনীতির পরিধির বাইরে থাকলেও, রাজনীতিতে ঘুরে ফিরে এসেছে তাঁর নাম নানা সময়ে। শুক্রবার প্রয়াত হন বর্ষীয়ান রাজনীতিবিদ। 

    রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। 
  • Link to this news (আজকাল)