• স্কুলে গরমের ছুটি তো ৩০ এপ্রিল থেকে, খুলবে কবে? নোটিফিকেশন জারি
    আজ তক | ১১ এপ্রিল ২০২৫
  • আগামী ৩০ এপ্রিল রাজ্যের সরকারি স্কুলগুলিতে থেকেই গরমের ছুটি পড়ছে। শুক্রবারের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে। স্কুল শিক্ষা দফতর মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে এমনটাই জানিয়েছে।

    গরমে তাপপ্রবাহ ও দাবদাহের কারণে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি ফেলা হয়েছে। ছুটির তারিখের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ে বেশি থাকার কারণে পড়ুয়া এবং শিক্ষকদের কথা ভেবে এবছর তাড়াতাড়ি ছুটি ফেলা হয়েছে। তবে কবে থেকে স্কুল খুলবে তার কোনও উল্লেখ নেই।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অতিরিক্ত গরমের ছুটি কারণে পঠন-পাঠনে বিঘ্ন ঘটলে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে তা পূরণ করতে পারে। চলতি বছর সরকারি স্কুলগুলিতে ১১ দিন ছুটি থাকার কথা ছিল। তবে দাবদাহের কারণে আগাম ছুটি ঘোষণা করা হয়। 

    আজ প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করে নবান্ন। এরপর গুড ফ্রাইডে, নববর্ষ মিলিয়ে ছুটি থাকবে। ফলে গরমের ছুটির আগেই স্কুলগুলি অনেক ছুটি পাচ্ছে।

    গতবছর, প্রায় দু'মাস গরমের ছুটি ছিল। ৯ মে থেকে ২০ মে পর্যন্ত প্রথমে গরমের ছুটি পড়লেও পরে পিছিয়ে ২ জুন পর্যন্ত স্কুল বন্ধ ছিল। 

     
  • Link to this news (আজ তক)