কলকাতাকে 'জ্যাম' করে দেবেন সিদ্দিকুল্লারা? ওয়াকফ নিয়ে বড় হুঁশিয়ারি মমতার মন্ত্রীর
আজ তক | ১১ এপ্রিল ২০২৫
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর এক মন্তব্যকে সামনে এনে সরব হল বিজেপি। ওয়াকফ আইনের বিরোধিতায় সিদ্দিকুল্লার একটি মন্তব্যের ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। ভিডিওতে দেখা গিয়েছে যে, কলকাতাকে অবরুদ্ধ করার কথা বলছেন সিদ্দিকুল্লা। যা ঘিরে সরব হয়েছে বিজেপি।
ওয়াকফ-বিরোধিতায় বৃহস্পতিবার কলকাতায় জমায়েত করে জমিয়েত-ই-উলামা হিন্দ সংগঠন। ওই সংগঠনের প্রেসিডেন্ট সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন যে, মুসলিম সমাজকে টার্গেট করছে আরএসএস ও বিজেপি।
ঠিক কী বলেছেন সিদ্দিকুল্লা?
ভিডিওতে দেখা গিয়েছে, সিদ্দিকুল্লা বলছেন, 'কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তা হলে ৫০টা জায়গায় ২ হাজার, ২ হাজার করে বসে যেতাম। সেটা এখন হয়নি। পরে কিন্তু হবে। বলে করব...কলকাতার ৫০টি জায়গায় ১০ হাজার, ১০ হাজার করে কত লাগবে...এরা আসবে, কলকাতায় বসে চিঁড়ে, গুড়, বাতাসা-মুড়ি খাবে, আর একটু বসবে, কিছু করতে হবে না।'
সিদ্দিকুল্লার বক্তব্যের এই অংশটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।
ওয়াকফ আইনের বিরোধিতায় এবার প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠাবে জমিয়েত-ই-উলামা হিন্দ। বাংলার ১ কোটি মানুষের স্বাক্ষর-সহ ওই প্রস্তাব পাঠানো হবে বলে জানানো হয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে এই প্রস্তাব দেওয়া হচ্ছে।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 'বাংলায় যা হচ্ছে, তা নিন্দনীয়...মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে, মুসলিমরা এমন ভয়ের পরিবেশ তৈরি করুক যাতে হিন্দুরা ভীত হয়ে পড়েন...রক্ষক ভক্ষক হয়ে গিয়েছে...।'