অবরুদ্ধ পার্কসার্কাস। শুক্রবার ওয়াকফ বিলের প্রতিবাদে পার্ক সার্কাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ফলে থমকে যায় পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের যান চলাচল। পুলিশের ব্যারিকেডও ভাঙেন বিক্ষোভকারীরা।
শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করে আসেন। বিক্ষোভকারীদের দাবি, এই বিল প্রত্যাহার করতে হবে। সংবাদ মাধ্যমে নিজেকে আলিয়ার ছাত্র হিসেবে দাবি করা এক তরুণ বলেন,'সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। সংখ্যালঘু বিরোধী ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ'।
লোকসভায় দীর্ঘ বিতর্কের পর গভীর রাতে পাস হয় ওয়াকফ সংশোধনী বিল। ২৪ ঘণ্টার মধ্যে সংসদের উচ্চকক্ষে ১২৮ ভোটে বিলটি পাস হয়ে যায়। সেই বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে বিভিন্ন সংখ্যালঘু সংগঠন। দেশজুড়ে চলছে বিক্ষোভ। সেই সূত্রে এ রাজ্যেও শুরু হয়েছে বিক্ষোভ। গত শুক্রবারও পার্ক সার্কাস অবরুদ্ধ হয়ে পড়েছিল বিক্ষোভের জেরে। এ দিনও পার্ক সার্কাসে বিরাট জমায়েত। চোখে পড়েছে পুলিশে উপস্থিতিও।