• রেড রোডে হবে না হনুমান জয়ন্তীর শোভাযাত্রা, হিন্দু সেবা দলের আবেদন খারিজ হাইকোর্টের
    আজ তক | ১১ এপ্রিল ২০২৫
  • রেড রোডে হনুমান জয়ন্তীর শোভাযাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার, হিন্দু সেবা দল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা হনুমান জয়ন্তীতে রেড রোডে শোভাযাত্রা করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ যানজট তৈরি হওয়ার কথা জানিয়ে রেড রোডে শোভাযাত্রার অনুমতি দেয়নি। হিন্দু সেবা দল এই রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে।

    বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদনটি দাখিলের অনুমতি দেন। অভিযোগ ওঠে বারবার অনুরোধ করা সত্ত্বেও কলকাতা পুলিশ এই শোভাযাত্রার অনুমতি দেয়নি। সম্প্রতি, বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে রাম নবমীর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল, যা মঞ্জুর করা হয়েছিল।

    বৃহস্পতিবার রাজ্যে হনুমান জয়ন্তীতে মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এ সংক্রান্ত তিনটি মামলা দায়ের করেছিল উদ্যোক্তারা। বৃহস্পতিবার শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে ধাতুর অস্ত্র ব্যবহার করে শোভাযাত্রা করা যাবে না হনুমান জন্মোৎসব উদযাপন সমিতি মিছিলে অনুমোদন দেওয়ার আবেদন জানিয়েছিল।

    হনুমান জয়ন্তীর মিছিলে হাইকোর্ট আর কী কী নির্দেশ দিয়েছে?
    বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিনটি মামলার শুনানি হয়। প্রথম মামলায় ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলের অনুমতি দেন বিচারপতি।  

    - আদালতের নির্দেশ অনুযায়ী, মিছিলের রুট হবে কলেজ স্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ হনুমান মন্দির পর্যন্ত। 
    - ওদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করা যাবে। 
    - ডিজে ব্যবহার করা যাবে না। ধাতুর অস্ত্র প্রদর্শন করা যাবে না। পিভিসি দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহার করা যাবে। 
    - ৫টা মাইক্রোফোন ব্যবহার করা যাবে। ৪টা করে বাইক এবং গাড়ি ব্যবহার করা যাবে বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন। 
    - শোভাযাত্রায় ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি থাকতে পারবেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই শোভাযাত্রায় থাকতে পারেন বলে জানা গিয়েছে।
     
  • Link to this news (আজ তক)