• শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কারা? জানেন না অধিকাংশ চাকরিহারাই
    আজ তক | ১১ এপ্রিল ২০২৫
  • আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারাদের প্রতিনিধিরা। মোট ১৩ জন প্রতিনিধির তালিকা প্রকাশিত হয়েছে। চাকরিহারাদের প্রস্তাবিত নাম থেকেই এই ১৩ জনকে বেছে নেওয়া হয়েছে। এঁরাই আজ পরবর্তী পদক্ষেপ ও সম্ভাবনা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এদিকে চাকরিহারাদের একাংশের দাবি, সরকারের সঙ্গে কারা দেখা করতে যাবেন, তা তাঁদের কাছে স্পষ্ট নয়। উল্লেখ্য, রাজ্যের সরকারি চাকরিজীবীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও এক প্রতিনিধির নাম সুপারিশ করা হয়েছিল। তবে সেই নামও গৃহিত হয়নি। সংগঠনের দাবি, এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর  সভাতেও প্রতিনিধির মাধ্যমে বক্তব্য জানাতে চেয়েছিলেন তাঁরা। সেখানেও সুযোগ হয়নি। 

    এদিনের তালিকায় যাঁদের নাম রয়েছে:

    ১. হুমায়ুন ফিরোজ মন্ডল
    ২. সঙ্গীতা সাহা
    ৩. আবদুল্লাহ মন্ডল
    ৪. চিন্ময় মন্ডল
    ৫. সুজয় সর্দার
    ৬. প্রলয় কুমার জমাদার
    ৭. আজহারুদ্দিন 
    ৮. সেলিনা আখতার
    ৯. স্বপন বিশ্বাস
    ১০. মেহবুব মন্ডল
    ১১. দ্বীতিশ মন্ডল
    ১২. মৃণ্ময় মন্ডল
    ১৩. তাপস সাঁতরা

    এদিন দুপুর ২টো নাগাদ বিকাশ ভবনে ব্রাত্যর সঙ্গে বৈঠক। শিক্ষামন্ত্রী ছাড়াও থাকবেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। 

    উল্লেখ্য, শুক্রবার দুপুর ১২টায় স্কুল সার্ভিস কমিশনের(SSC) দফতর অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। সল্টলেকে করুণাময়ী চত্বরে জমায়েত হবে। তারপর সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা তাঁদের। এর আগে বৃহস্পতিবারও মিছিল করেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। SSC ভবনের সামনে রিলে অনশনেও বসেছেন তাঁরা।

    প্রসঙ্গত, ২০১৬ সালের SSC-র গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী। এর পর থেকেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। অন্যদিকে পাল্টা সিপিএম ও বিজেপিকে নিশানা করছে তৃণমূল। গোটা পরিস্থিতিতে ভবিষ্যত কী হবে, তাই নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন চাকরিহারারা। 

     
  • Link to this news (আজ তক)