• রেড রোডে হনুমান জয়ন্তী পালন: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাকারীরা
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল হিন্দু সেবা দল। কিন্তু তাদের সেই আবেদনে সাড়া দিল না আদালত। অনুমতি দিল না হাইকোর্ট। রেড রোডে হনুমান জয়ন্তী পালনের আর্জি জানিয়ে গত ৮ এপ্রিল জয়েন্ট কমিশনার অফ পুলিসের কাছে আবেদন জানিয়েছিল হিন্দু সেবা দল। কিন্তু তাদের অভিযোগ, অনুমতি পাওয়া যায়নি। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। আগামী ১২ এপ্রিল রেড রোডে ভোর পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত হনুমান চালিশা পাঠ করবেন তারা। সেই ধর্মীয় সমাবেশে উপস্থিত থাকবেন প্রায় ৩০০০ লোক, মঞ্চ হবে ৩২/১৮ ফুটের, হাজারটি চেয়ার, দুটি লাউড স্পিকার, মাইক ও চোঙ থাকবে বলে এই মর্মে আবেদন করা হয় আদালতে।মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। আজ, শুক্রবার সেই মামলার শুনাতি বিচারপতি বলেন, রেড রোডে বা কোনও জনবহুল স্থানে যে কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে হলে সেটি আদালতের বিচারাধীন হলেও, রাজ্যের তরফে অনুমতি নিতে হয়। নইলে আদালত অনুমতি দিতে পারে না। বিষয়টি সুনিশ্চিত করতে হলে হলফনামা দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে। রাজ্যকে এর পাল্টা জবাব দেওয়ার জন্য আগামী ৬ সপ্তাহের সময় দেওয়া হয়। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা জানানো হয় হাইকোর্টের তরফে। যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ পছন্দ হয়নি হিন্দু সেবা দলের। তাই তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেছে হিন্দু সেবা দল। সেই মামলার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জিও মঞ্জুর করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)