• মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্যকর ঘটনা রাজারহাটে
    বর্তমান | ১১ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাকে খুন করেছি! এই কথাই রোজ ফ্ল্যাটের নীচে গিয়ে চায়ের দোকানে বলতেন এক যুবক। চায়ের দোকানে থাকা ব্যক্তিদের এই একটাই কথা শোনাতেন তিনি। লোকে তাকে মানসিক রোগীই ভাবত। কিন্তু আজ, শুক্রবার সকালে বিষয়টি অন্যদিকে মোড় নিল। প্রতিদিনের মতোই এদিন সকালে ওই চায়ের দোকানে গিয়ে যুবকটি বলতে থাকেন মাকে খুন করেছি। কিন্তু এদিন তাঁকে কাঁপতে দেখা যায়। সন্দেহ হয় ওই চায়ের দোকানে থাকা ব্যক্তিদের। দ্রুত ওই যুবকের ফ্ল্যাটে ঢুকতেই রক্ত হিম হয়ে যায় সকলের। ফ্ল্যাটের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে ওই যুবকের মায়ের। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন তাঁরা।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দেবযানী মজুমদার(৫৮)। মালদহের বাসিন্দা ছিলেন। ধৃত যুবক, দেবযানী দেবীরই ছেলে। তিন বছর আগে ফ্ল্যাটটি কিনেছিলেন তাঁরা। মা ও ছেলে দু’জনে মিলেই ফ্ল্যাটে থাকতেন। গতবছরই ছেলের চাকরি চলে যায়। তারপর থেকে অবসাদে ভুগছিলেন ওই যুবক। গতকাল, বৃহস্পতিবার রাতে দেবযানী দেবীকে ছুরি দিয়ে কুপিয়ে, গলার নলি কেটে খুন করে সে। এমনটাই অভিযোগ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। 
  • Link to this news (বর্তমান)