দীর্ঘ ৮ বছর পর এল বিদ্যুৎ, আনন্দে আত্মহারা শীটপাড়ার বাসিন্দারা
দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
পটাশপুরের শীটপাড়া। বহু বছর ধরে এই পাড়ার একটা অংশ বিদুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিল। অবশেষে প্রায় ৮ বছর পর বিদ্যুৎ পেলেন শীটপাড়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, ২০১৮ সালে বাড়িতে বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছিল শীটপাড়ার বাসিন্দারা। সেই মতো মিটার মঞ্জুর হয়ে গিয়েছিল। ইলেকট্রিক অফিসের লোকেরা এসে খুঁটিও পুঁতে দিয়েছিল। কিন্তু ঘরে বিদ্যুৎ আসেনি। জমি জটের কারণে আটকে ছিল কাজ।
দীর্ঘ আট বছর পরে পাড়ায় আলো আসায় উচ্ছ্বসিত একালাবাসীরা। বিদ্যুৎ পরিষেবা পেয়ে এক বাসিন্দা জানান, ‘নতুন দিনের শুরু হল। অনেকদিন অপেক্ষা করেছি। কষ্ট সহ্য করেছি। আর অন্ধকারে দিন কাটাতে হবে না। বিদ্যুৎ দপ্তরকে কৃতজ্ঞতা।’
তমলুক বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার শুভেন্দু কর জানান, এই বিষয়টি জানতে পেরে যত দ্রুত সম্ভব কাজ করেছি। ২৪ ঘণ্টার মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করতে পেরেছি। বিদ্যুৎ পরিষেবা দিতে পেরে আমরাও খুশি।’