• বেসরকারি হাসপাতালে বিল বকেয়া থাকলেও মৃতদেহ আটকানো যাবে না
    দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
  • বেসরকারি হাসপাতালে বিল বকেয়া থাকলেও আটকানো যাবে না মৃতদেহ। কড়া নিয়ম রাজ্যের। এই ধরনের কোনও অভিযোগে রেহাই পাবে না অভিযুক্ত বেসরকারি হাসপাতাল। কড়া বার্তা রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন জানিয়েছে, এবার থেকে বিলের টাকা আদায়ের ক্ষেত্রে কোনোভাবেই মৃতদেহ আটকানো যাবে না। স্বাস্থ্য কমিশনের সচিব জানান, মৃতদেহর ক্ষেত্রে কোনও অজুহাত সহ্য করা হবে না।

    প্রসঙ্গত বেসরকারি হাসপাতালের একাধিক নিয়মাবলীতে জর্জরিত সাধারণ মানুষ। এছাড়াও একাধিক অভাব-অভিযোগ রয়েছে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। রোগীর মৃত্যু হয়েছে, এদিকে বকেয়া টাকা না মেটানোয় পরিবারের হাতে মৃতদেহ দেওয়া হচ্ছে না। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এ অভিযোগ ভুরি ভুরি।

    স্বাস্থ্য কমিশনের নয়া নিয়মের পর সুর চড়িয়েছে বেসরকারি নার্সিংহোমগুলি। তাদের বক্তব্য, নতুন আইন প্রণয়ন হলে রোগীর পরিবারের লোকেরা বকেয়া টাকা দিতে চাইবেন না। সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, বকেয়া টাকা আদায়ের জন্যও নতুন আইন তৈরি হচ্ছে।

    অকারণেই এই নিয়ম তৈরি করেনি রাজ্য। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সম্প্রতি টাকা দিতে না পারায় এক রোগীকে দেড় মাস ধরে আটকে রেখেছিল সাঁকরাইলের এক বেসরকারি হাসপাতাল। কমিশন সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি নার্সিংহোমে ভর্তি হয়ে সেই মাসের ২৭ তারিখ ওই রোগী সুষ্ঠ হয়ে গেলেও, বকেয়া না মেটানোর কারণে ৯ এপ্রিল পর্যন্ত আটকে রাখে ‘গ্রিন ভিউ ক্লিনিক’ নামে এক বেসরকারি হাসপাতাল। ঘটনায় খবর প্রকাশ্যে আসতেই রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের তরফে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে খবর দেওয়া হয়। তারপর থেকেই নড়েচড়ে বসে প্রশাসন। রোগীর সমস্যা মোকাবিলায় সেকারণেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)