• রেজ্জাকের প্রয়াণে শোকপ্রকাশ মমতার
    দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
  • রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।’

    দীর্ঘদিন রোগভোগের পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেজ্জাকের বয়স হয়েছিল ৮০ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। ‘চাষার ব্যাটা’র মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। পরিবার সূত্রে খবর, শেষ ইচ্ছার কথা মাথায় রেখে ওই বাড়িতেই সম্ভবত সমাধিস্থ করা হবে রেজ্জাক মোল্লাকে।

    দীর্ঘ দিন ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। এছাড়া চোখে সমস্যা ছিল। হৃদরোগও ছিল। নিউটাউনে ফ্ল্যাট থাকলেও ভাঙড়ে দেশের বাড়িতেই থাকতেন বেশিরভাগ সময়। প্রসঙ্গত, ২০১১ সালে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন সিঙ্গুর প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শিল্পমন্ত্রী নিরুপম সেনকে কটাক্ষ করে ‘চাষার ব্যাটা’ বলেছিলেন রেজ্জাক। সেদিন তিনি বামেদের কটাক্ষ করে বলেছিলেন, ‘হেলে ধরতে পারে না, গিয়েছে কেউটে ধরতে।’ একুশ সালের বিধানসভা নির্বাচনে আগেও তিনি বলেছিলেন, মমতাই ফের সরকার গড়বে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)