পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে প্রশ্ন বিশ্ব হিন্দু পরিষদের
দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
হাওড়ায় রাম নবমীর মিছিলে হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগের উপর ভিত্তি করে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। পুলিশের দাবি, কোর্টের নির্দেশে যে সংখ্যক লোক নিয়ে মিছিল করার কথা ছিল, সংগঠন তার চেয়ে অনেক বেশি লোক নিয়ে মিছিল করেছে।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। সংগঠন এই অভিযোগকে চ্যালেঞ্জ করেছে। আদালতে তাঁদের পক্ষ থেকে মিছিলে উপস্থিত মানুষের সংখ্যা জানানো হয়। তাঁরা জানায়, ৫০০ নয়, ৩০৩ জন মানুষ সেদিন মিছিলে ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের আধার কার্ডের ছবিসহ তালিকাও পেশ করা হয়েছে। সংগঠন জানিয়েছে, মিছিল দেখতে রাস্তায় ভিড় করা লোকদেরও পুলিশ তাঁদের লোক বলে দাবি করেছে। সেই তথ্য একদম ভুল। সংগঠন উল্টে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে। কোন প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ ক্রিমিনাল কেস করেছে তা জানতে চাওয়া হয়েছে। আদালত আগামী ২৫ এপ্রিল রাজ্যকে ক্রিমিনাল কেসের সব তথ্য প্রমাণসহ উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, হাওড়াতে অঞ্জনি পুত্র সেনার বিরুদ্ধেও অভিযোগ করেছিল পুলিশ।