মমতা ব্যানার্জি আছেন, তাই বাংলা বেঁচে আছে: মন্ত্রী মানস ভুঁইয়া
দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৫
ফেডারেশন করলে কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। না পারলে ফেডারেশন করতে হবে না। আর ফেডারেশন করলে কোনও দুর্নীতি করা যাবে না। বৃহস্পতিবার জেলা সম্মেলনের মঞ্চ থেকে সংগঠনের সদস্যদের কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য ফেডারেশনের চেয়ারম্যান ডা. মানস ভুঁইয়া। বৃহস্পতিবার কয়েক হাজার সরকারি কর্মচারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলনের প্রথম বর্ষ। প্রদীপ প্রজ্জ্বলন করে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
উপস্থিত ছিলেন, রাজ্য কনভেনর প্রতাপ নায়েক, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি প্রমুখ। এদিনের সভায় মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, দু’বছর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেডারেশনের কাজের দায়িত্ব তাঁকে দিয়েছিলেন, বর্তমানে রাজ্যে ফেডারেশানের সক্রিয় সদস্য সংখ্যা তিন লক্ষে পৌঁছেছে। ফায়ার ব্রিগেড, জেল, এক্সাইজ, ডিসাস্টার ম্যানেজমেন্ট-সহ রাজ্যের প্রায় সমস্ত বিভাগেই ফেডারেশন রয়েছে। এখনও কিছু জায়গায় ধাক্কা খেতে হচ্ছে। প্রথম ধাক্কা ভূমি দপ্তরে, তারপর মৎস্য দপ্তর। কাজ চলছে, হয়ে যাবে। মনে রাখবেন ফেডারেশন করে দুর্নীতি করা যাবে না। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। রাজ্য বিধানসভায় এই রাজ্যেই প্রথম রাইট টু সার্ভিস অ্যাক্ট চালু করা হয়েছে। তার মানে আপনাকে কাজ করতে হবে। মানুষকে পরিষেবা দিতে হবে। ফেডারেশন করলে কাজ করব না, এটা চলবে না।
কেন্দ্র সরকারকে কটাক্ষ করে মানস ভুঁইয়া বলেন, ‘রাজ্যের পাওনা ২ লক্ষ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। ডিভিসি না জানিয়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছিল। অথচ বন্যা নিয়ন্ত্রণে এক টাকাও দেয়নি। গত ২০১৬ সাল থেকে এফএমএস প্রোগ্রামে এক টাকাও দেয়নি কেন্দ্র। অথচ এরাজ্যে ১১.২০ কোটি মানুষের মধ্যে সাড়ে ৯ কোটি মানুষ বিনে পয়সায় রেশন পায়। রেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সিপিএম-বিজেপি দেখা হয় না। বাংলা বেঁচে আছে মমতা ব্যানার্জি আছেন বলে। নাহলে শুকিয়ে যেত।’
ফেডারেশনের রাজ্যে কনভেনর প্রতাপ নায়েক বলেন, ‘ফেডারেশন সবসময় কর্মচারীদের পাশে রয়েছে। মানুষকে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হবে। মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী ৯২টি প্রকল্প করে দিয়েছেন। সেই প্রকল্প রূপায়ণের দায়িত্ব রাজ্য সরকারি কর্মচারীদের। আগামী ২০২৬ সালে ফেডারেশন সর্বশক্তি নিয়ে লড়াই করবে। আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি।’