• কসবায় লাথি বিতর্কে পদক্ষেপ লালবাজারের, সরিয়ে দেওয়া হল...
    ২৪ ঘন্টা | ১১ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টার খবরে জের। কসবায় লাথি বিতর্কে তদন্তকারী অফিসারের পদ থেকে অভিযুক্ত রিটন দাসকে সরিয়ে দিল লালবাজার।  পুলিস সূত্রে খবর, ঘটনার সময়ে ডিউটি অফিসার ছিলেন রিটন। তাঁকে মামলা দায়ের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্ত করবেন অন্য অফিসার।

    সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি বেকার! চাকরি হারিয়ে পথে নেমেছেন শিক্ষকরা। বুধবার  বুধবার চাকরিহারাদের বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কসবা ডিআই অফিস। বিক্ষোভকারীদের উপর পুলিস নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকী, চাকরিহারা শিক্ষককে লাথি মারতে দেখা গিয়েছে রিটন দাস নামে এক পুলিস আধিকারিককে। যে ঘটনায় এখন তোলপাড় গোটা রাজ্য।

     

    সবিস্তারে আসছে...

     

  • Link to this news (২৪ ঘন্টা)