• খাস কলকাতায় ঘরে আটকে রেখে ২ নাবালিকার ‘যৌন নির্যাতন’, গ্রেপ্তার যুবক
    প্রতিদিন | ১১ এপ্রিল ২০২৫
  • অর্ণব আইচ: খাস কলকাতায় দুই নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগ। ঘরে আটকে রেখে তাদের নির্যাতন করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বেহালার সরশুনা থানার পুলিশ। এখনও অধরা এক অভিযুক্ত।

    পুলিশ সূত্রে খবর, ওই দুই নির্যাতিতা বৃহস্পতিবার রাতে খেলতে বেরিয়েছিল। তবে তারপর থেকে আর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে খোঁজাখুঁজি। সরশুনার চন্দ্রপল্লির একটি ঘর দু’জনকে পাওয়া যায়। তারা জানায়, বিশ্বজিৎ ওফরে সুখেন এবং কালু নামে দু’জন তাদের ওই ঘরে আটকে রাখে। সেখানেই তাদের যৌন নির্যাতন করা হয় বলেই অভিযোগ।

    এই ঘটনায় সরশুনা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ বিশ্বজিৎ ওরফে সুখেনকে গ্রেপ্তার করে। সে ঠাকুরপুকুরের শশীভূষণ রোডের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের ৮ এবং ১০ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। তবে এই ঘটনার পর থেকে কালু পলাতক। শুক্রবার বিশ্বজিৎকে আদালতে পেশ করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার চিন্তাভাবনা পুলিশের।
  • Link to this news (প্রতিদিন)