• ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে গুন্ডামি! জঙ্গিপুরের পর আমতলায় ‘মার’ খেল পুলিশ
    প্রতিদিন | ১১ এপ্রিল ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: জঙ্গিপুরের পর আমতলা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার আমতলা। বিক্ষোভকারী পুলিশের খণ্ডযুদ্ধ। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি করেছে পুলিশ। অন্যদিকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। সামশেরগঞ্জের সুতিতে ১৬৩ ধারা আমান্য করে পথ অবরোধ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। আহত ফরাক্কার এসডিপিও সামিলুল ইসলাম খান।  

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)