• নিজের খরচে ভবঘুরে বৃদ্ধার চোখের অস্ত্রোপচার, কোয়ার্টারে থাকার ব্যবস্থা, মানবিক কান্দি থানার আইসি
    প্রতিদিন | ১১ এপ্রিল ২০২৫
  • চন্দ্রজিৎ মজুমদার, মুর্শিদাবাদ: ফের মানবিক মুখ দেখা গেল পুলিশ আধিকারিকের। এক ভবঘুরে বৃদ্ধা দুটি চোখেরই দৃষ্টিশক্তি প্রায় হারিয়েছিলেন। রাস্তায় ঘুরে ভিক্ষা করেই তিনি দিন গুজরান করছিলেন। সেই বৃদ্ধাকে সম্প্রতি দেখেছিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। ওই বৃদ্ধার একটি চোখের অস্ত্রোপচার করালেন নিজের দায়িত্বে। শুধু তাই নয়, নিজের কোয়ার্টারেই তাঁর থাকার ব্যবস্থা করলেন তিনি। ওই বৃদ্ধাকে মা বলেই ডেকেছেন আইসি মৃণাল সিনহা।

    মানবিক পুলিশ হিসেবে পরিচিত কান্দি থানার আইসি মৃণাল সিনহা। সম্প্রতি এক অনাথ তরুণীর থানাতেই বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। এলাকার মানুষজনের কাছে আইসি মৃণাল সিনহার যথেষ্ট সুমন আছে। ফের একই ভূমিকায় দেখা গেল তাঁকে। মুর্শিদাবাদের কান্দি শহরে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন জয়া দাসী রাজবংশী নামে ওই বৃদ্ধা। তাঁর বাড়ি খড়গ্রাম থানার মনসবপুর গ্রামে। বৃদ্ধার স্বামী মারা যাওয়ার পর ওই বৃদ্ধার আর বাড়িতে জায়গা হয়নি। ছেলেমেয়ে, নাতি-নাতনিদের ভরা সংসার। তাঁকে বাড়ি থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই বৃদ্ধা বলেন, “আমি গত দু’বছর বৃন্দাবনে ছিলাম। ওখানেই লোকের সেবা করতাম। টাকা-পয়সা পাঠাতাম গ্রামে নাতি নাতনিদের জন্য। যখন ফিরে আসি তখন ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।”

    গত এক সপ্তাহ আগে এক সিভিক ভলান্টিয়ার কান্দি বাসস্ট্যান্ড এলাকায় ওই বৃদ্ধাকে রাস্তা পার করাচ্ছিলেন। সেসময় আইসি মৃণাল সিনহার বিষয়টি নজরে আসে। এরপর তিনি বৃদ্ধার বিষয়ে খোঁজখবর নেন। তারপরই বৃদ্ধাকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। ডাক্তাররা জানিয়েছিলেন, দুটি চোখেই দৃষ্টি হারাতে বসেছিলেন ওই বৃদ্ধা। দ্রুত অস্ত্রোপচার করলে আগামী একবছরের মধ্যে দৃষ্টি ফিরে পাওয়া যেতে পারে। তারপর আর কালবিলম্ব করেননি ওই পুলিশ আধিকারিক। বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করিয়ে গতকাল তাঁর বাম চোখে অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আধিকারিক ওই বৃদ্ধাকে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়েছেন। আপাতত সেখানেই তিনি থাকবেন বলে জানা গিয়েছে। ডান চোখে আগামী দু’মাস পর ফের অন্য চোখে অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। আই সি বলেন, “আমি মনে করি এটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে।” 

    বৃদ্ধা জানতে পেরেছেন আগামী এক বছরের মধ্যে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। বৃদ্ধা বলেন, “চোখের আলো দিন দিন কমে আসছিল। ফের দেখতে পাব আগের মতো, আমি খুবই খুশি।” সম্প্রতি কান্দি থানায় এক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আইসি। অনাথ এক মেয়ের বিয়ে নিজে দাড়িয়ে থেকে দিয়েছিলেন। থানাতে খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। এবারও মানবিক ভূমিকায় দেখা গেল আইসি মৃণাল সিনহা। তাঁর এই ভূমিকায় উচ্ছ্বসিত সাধারণ বাসিন্দারা।
  • Link to this news (প্রতিদিন)