রেড রোডে হনুমান জয়ন্তী পালনে ‘না’ হাই কোর্টের, সিঙ্গলের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা হিন্দু সেবা দলের
প্রতিদিন | ১১ এপ্রিল ২০২৫
গোবিন্দ রায়: রেড রোডে হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। আদালতের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল হিন্দু সেবা দল। শুক্রবার সকালে প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। এরপর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে হিন্দু সেবা দল।
শনিবার হনুমান জয়ন্তী। হিন্দু সেবা দল ওইদিন ভোর পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত রেড রোডে বসে হনুমান চালিশা পাঠ করতে চায়। কমপক্ষে ৩ হাজার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেওয়া কথা। সেনার তরফে কর্মসূচির অনুমতি দেওয়া হয় হিন্দু সেবা দলকে। যদিও পুলিশি অনুমতি পাওয়া যায়নি। সে কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় হিন্দু সেবা দল। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল এই মামলার শুনানি। হিন্দু সেবা দলকে কর্মসূচির অনুমতি দেননি। তিনি জানান, হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে। রাজ্যকে ৬ সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। তার ২ সপ্তাহের মধ্যে উত্তর দেবেন মামলাকারী। আগামী জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি।
সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় হিন্দু সেবা দল। মামলা দায়ের করার অনুমতিও পায় তারা। আজই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীর দাবি, “কলকাতা পুলিশের ম্যারাথন এই রোডেই হয়েছিল। অংশগ্রহণ করেছিলেন অন্তত ২৫ হাজার। আবার কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই রেড রোডেই দু’দিন মঞ্চ বেঁধে অবস্থান করেছিল তৃণমূল।” তবে একথা শোনার পরেও আদালতের তরফে জানানো হয়, হিন্দু সেবা দল চাইলে রাজ্যের প্রস্তাবিত দুটি বিকল্প জায়গা ? আর আর অ্যাভিনিউ কিংবা শহিদ মিনারে কর্মসূচি করতে পারে। তবে রেড রোডে এই কর্মসূচি করা যাবে না। ফলে সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল হিন্দু সেবা দল। বলে রাখা ভালো, এর আগে শুক্রবার শুভেন্দু অধিকারীকে হনুমান জয়ন্তী পালনের অনুমতি দেয় হাই কোর্ট। তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।