• SSC অভিযান LIVE: যোগ্য-অযোগ্য বিভাজন, OMR মিরর ইমেজ প্রকাশ, ব্রাত্যর কাছে দাবি চাকরিহারাদের
    প্রতিদিন | ১১ এপ্রিল ২০২৫
  • সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। বারবার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও ডিআই অফিস অভিযান, রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। OMR মিরর ইমেজ প্রকাশের দাবিতে শুক্রবার এসএসসি ভবন অভিযান কর্মসূচি এবং বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক। চাকরিহারাদের জোড়া কর্মসূচি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।  

    বিকেল ৪.৩৯: এসএসসি ভবনের সামনে অনশন মঞ্চে অভয়া মঞ্চের প্রতিনিধিরা।বিকেল ৪.৩৬: যোগ্য-অযোগ্য বিভাজন, OMR মিরর ইমেজ প্রকাশ, ব্রাত্যর কাছে দাবি চাকরিহারাদের।বিকেল ৪.২০: চাকরিহারাদের সমস্যার কথা শোনেন শিক্ষামন্ত্রী।
    বিকেল ৪.১৫: ‘চাকরি ফেরাতেই হবে’, বিকাশ ভবনের বাইরে স্লোগান চাকরিহারাদের।
    বিকেল ৪.১০: চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে পরিচয় পর্ব সারেন শিক্ষামন্ত্রী।
    বিকেল ৪: বিকাশ ভবনের ষষ্ঠতলার কনফারেন্স রুমে পৌঁছলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুরু বৈঠক। 

    দুপুর ৩.৪২: চাকরিহারাদের দাবি মানলেন শিক্ষামন্ত্রী। ১২ জনের সঙ্গেই হবে বৈঠক।
    দুপুর ৩.৩৭: বিকাশ ভবনের লিফট থেকে বেরিয়ে গেলেন চাকরিহারারা।
    দুপুর ৩.৩৫: “১২ জন না হলে বৈঠক নয়”, সাফ জানালেন চাকরিহারারা। 
    দুপুর ৩.৩২: বিকাশ ভবনের ষষ্ঠতলায় যাচ্ছেন চাকরিহারাদের ৮ প্রতিনিধি। 
    দুপুর ৩.১২: একে একে বিকাশ ভবনের ভিতরে ঢুকছেন চাকরিহারাদের প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, ১২ জন গেলেও বৈঠক হবে ৮ জনের সঙ্গে।

    দুপুর ৩: প্রতিনিধি দলে রয়েছেন হুমায়ুন ফিরোজ মণ্ডল, সঙ্গীতা সাহা, আবদুল্লা মণ্ডল, চিন্ময় মণ্ডল, সুজয় সর্দার, প্রলয় কুমার জামাদার, আজহারউদ্দীন, সেলিনা আখতার, স্বপন বিশ্বাস, মেহবুব মণ্ডল, ধীতিশ মণ্ডল, মৃণ্ময় মণ্ডল এবং তাপস সাঁতরা।দুপুর ২.৪০: শিক্ষামন্ত্রী ব্রাত্যর সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন চাকরিহারারা। বিকাশ ভবনের দিকে রওনা দিল ১২ জনের প্রতিনিধি দল। বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবি চাকরিহারাদের। 
    দুপুর ২.৩০: বিকাশ ভবনে পৌঁছলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসির চেয়ারম্যান।
    দুপুর ২.০২: রবীন্দ্রভারতীতে কালো ব্যাজ পরে প্রতিবাদ।
    দুপুর ১.৫৫: ড্রোন উড়িয়ে চাকরিহারাদের মিছিলে নজরদারি পুলিশের।

    দুপুর ১.৩৯: চাকরিহারাদের মিছিলে অবরুদ্ধ সল্টলেকের উইপ্রো মোড়।
    দুপুর ১.২০: মিছিল থেকে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। মিছিলকারীদের একটাই দাবি, চাকরি ফেরৎ চাই।

    দুপুর ১: “শিক্ষকদের ভয় পাচ্ছে রাজ্য সরকার”, এসএসসি ভবনের আঁটসাঁট নিরাপত্তা নিয়ে খোঁচা দিলীপ ঘোষের।
    বেলা ১২.৩৪: শুরু চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। মিছিলকারীদের পরনে ‘আমরা যোগ্য’ টি-শার্ট।

    বেলা ১২.০২: কসবা কাণ্ডের তদন্তে SI সঞ্জয় সিং।

    সকাল ১০.৪০: চাকরিহারাদের ‘গান্ধীগিরি’। কসবায় লাঠিচার্জের পালটা পুলিশকে গোলাপ বিলি চাকরিহারাদের। তবে গোলাপ নিতে অস্বীকার করেন উর্দিধারীরা। 

    সকাল ১০.৩০: প্ররোচনায় পা দেবেন না। এসএসসি ভবনের সামনে প্রচার চাকরিহারাদের।সকাল ৯.৩৪: কসবায় পুলিশের লাথি বিতর্কে কলম ধরলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 
  • Link to this news (প্রতিদিন)