• রেড রোড আটকে ইদের নমাজ হলে হনুমান জয়ন্তী পালন কেন নয়? ব্যাখ্যা করলেন শিবজ্ঞানম
    হিন্দুস্তান টাইমস | ১১ এপ্রিল ২০২৫
  • কলকাতার রেড রোডে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করতে চেয়ে করা আবেদন খারিজ করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছেন, এই মিছিল আগে হলে অনুমতি দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেত। কিন্তু এটা প্রথমবার হচ্ছে। ব্যস্ত রাস্তায় এত লোক জড়ো হলে যানজট হবে।

    এদিন প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রেড রোডে হনুমান জয়ন্তীর মিছিল করতে চেয়ে আবেদন খারিজ করেন। তিনি বলেন, এই মিছিলের জেরে কলকাতা বিস্তীর্ণ এলাকায় যানজট তৈরি হবে। এর পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় আবেদনকারীদের সংগঠন হিন্দু সেবা দল। তারা জানায়, রেড রোডে ইদের নমাজ হতে পারলে হনুমান জয়ন্তীর মিছিল হতে পারবে না কেন? জবাবে প্রধান বিচারপতি বলেন, ইদের নমাজ রেড রোডে দীর্ঘদিন হয়ে আসছে। হনুমান জয়ন্তীর মিছিল এখনও কোনও দিন হয়নি। ওখানে মিছিল হলে যানজট হবে। তার বদলে শহিদ মিনার বা আরআর অ্যাভিনিউতে মিছিল করুন।

    মামলাকারীদের আইনজীবী বলেন, ১৫ অগাস্ট, ২৬ জানুয়ারিও রেড রোড বন্ধ থাকে। পুলিশ খুব দক্ষভাবে যান নিয়ন্ত্রণ করেন। জবাবে প্রধান বিচারপতি বলেন, ওই দিনগুলোর সঙ্গে অন্য কোনও দিনের তুলনা করবেন না। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের জন্য আমরা এই দিনগুলো পেয়েছি। এই দিনগুলোয় আমাদের তাঁদের স্মরণ করা উচিত। মনে রাখবেন, সেলুলার জেলে বন্দিদের ৮০ শতাংশ বাঙালি। আমরা সেজন্য গর্বিত। একথা বলে আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি।

    বলে রাখি, শনিবার হনুমান জয়ন্তীতে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। সেনাবাহিনীর অনুমতি পেলেও পুলিশের অনুমতি পায়নি তারা। গত মঙ্গলবার অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)