• রেড রোডে হনুমান জয়ন্তীর শোভাযাত্রার অনুমতি দিল না হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ
    হিন্দুস্তান টাইমস | ১১ এপ্রিল ২০২৫
  • কলকাতার রেড রোডে হনুমানজয়ন্তীর শোভাযাত্রার অনুমতি দিল না হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, শোভাযাত্রার জেরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় যানজট হতে পারে। তাই এই সিদ্ধান্ত। বিচারপতি ঘোষের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের দ্বারস্থ হয়েছে হিন্দু সেবা দল নামে সংগঠনটি।

    কলকাতার রেড রোডে হনুমানজয়ন্তীর শোভাযাত্রা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল হিন্দু সেবা দল নামে একটি সংগঠন। সেনাবাহিনী অনুমতি দিলেও পুলিশ শোভাযাত্রার অনুমতি দেয়নি। গত মঙ্গলবার অনুমতি দেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হয় সংগঠনটি। জানায় শনিবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করতে চায় তারা। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। সওয়াল জবাব শুনে বিচারপতি ঘোষ জানান, এই মিছিলের জেরে শহরের বিস্তীর্ণ এলাকায় যানজট তৈরি হতে পারে।

    সিঙ্গল বেঞ্চে ধাক্কা খেয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শুক্রবারই মামলাটির শুনানি হতে চলেছে বলে সূত্রের খবর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)