'মিরর ইমেজ প্রকাশ করুন' ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের আগে আর কী বললেন চাকরিহারারা?
হিন্দুস্তান টাইমস | ১১ এপ্রিল ২০২৫
কিছুদিন আগে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কথা বলেছিলেন চাকরিহারা শিক্ষকরা। কিন্তু সেই মিটিং থেকে বেরিয়েই ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা। এবার বৈঠক হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেখানে এসএসসির চেয়ারম্যানও থাকবেন। স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিবও থাকবেন। শিক্ষা দফতরের একাধিক পদস্থ আধিকারিকও থাকবেন।
বিকাশ ভবনে হবে বৈঠক। এদিকে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারারা। সেখান থেকেই ১৩জনের প্রতিনিধিদল আসছেন বিকাশ ভবনে। ৮জনের প্রতিনিধিকে নিয়ে বা তার থেকে বেশি প্রতিনিধি নিয়ে বৈঠক হতে পারে।
বৈঠকে বসার আগে তাঁরা সংবাদমাধ্যমে বলেন, মিরর ইমেজ প্রকাশ করা হোক। এর মাধ্য়মেই বোঝা যাবে কারা যোগ্য আর কারা অযোগ্য। সেই সঙ্গেই তাঁরা বলেন, আর পরীক্ষায় বসতে চাই না। আমাদের আবার স্বপদে ফিরিয়ে আনা হোক। সেই সঙ্গেই আমাদের বেতন যাতে যথারীতি থাকে সেটাও দেখা হোক।
চাকরিহারা এক শিক্ষিকা বলেন, যোগ্য় চাকরিপ্রার্থীরা যেখানে ছিলেন সেখানেই তাঁদের ফেরানো হোক। ওএমআর প্রকাশ সহ আর যে কাজ করার সেটা যেন করা হয়।
অপর এক চাকরিহারা শিক্ষিকা সংবাদমাধ্যমে বলেন, অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা প্রত্যেকটা ধাপ পেরিয়ে এসেছি। তারপর চাকরি পেয়েছিলাম। কিন্তু আলোচনায় কি জট কাটবে? চাকরিহারা শিক্ষকরা বলেন, এত মানুষের জীবন জীবিকার ব্যাপার। না হলে আরও বড় কিছু দেখতে পাবে এই বাংলার মানুষ।কারণ আমরা একেবারে খাদের কিনারায় চলে এসেছি।