• একাধিক বিধিনিষেধ আরোপ করে হনুমানজয়ন্তীর শোভাযাত্রার অনুমতি দিল হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ১১ এপ্রিল ২০২৫
  • কলকাতায় ৩ জায়গায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ও পুজো করার অনুমতি দিল হাইকোর্ট। তবে কোথাও ধাতুর তৈরি কোনও অস্ত্র শোভাযাত্রায় ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে রেড রোডে হনুমানজয়ন্তীর মিছিল হবে কি না তা নিয়ে এখনও শুনানি হয়নি। শুক্রবারই এই মামলার রায় দিতে পারে আদালত।

    জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন জায়গায় হনুমানজয়ন্তীর শোভাযাত্রা ও উৎসব করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল কয়েকটি সংগঠন। কিন্তু কোনওটিকেই অনুমতি দেয়নি পুলিশ। এর পর সংগঠনগুলি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার সেই মামলাগুলির একসঙ্গে শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। সেখানে বিচারপতি নির্দেশ দিয়েছেন, কোনও শোভাযাত্রাতেই ধাতব অস্ত্র ব্যবহার করা যাবে না। তবে প্লাস্টিকের তৈরি অস্ত্র প্রথা মেনে ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে শোভাযাত্রায় ডিজের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

    আদালতের তরফে জানানো হয়েছে, শনিবার কলেজ স্ট্রিট থেকে হরি ঘোষের হনুমান মন্দির পর্যন্ত মিছিল হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে মিছিল শেষ করতে হবে। মিছিলে ৫টির বেশি লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। ৪টির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। ২৫০ জন ব্যক্তি যোগদান করতে পারবেন সেই মিছিলে।

    এছাড়া বাঁশদ্রোণী এলাকায় ২টি জায়গায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ও পুজোর অনুমতি দিয়েছে আদালত। সেখানে রাত ১০টার মধ্যে কর্মসূচি শেষ করতে বলা হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)