• চাকরিহারাদের বিরুদ্ধে মামলার তদন্তের ভার লাথি মারায় অভিযুক্ত পুলিশ আধিকারিককেই
    হিন্দুস্তান টাইমস | ১১ এপ্রিল ২০২৫
  • কসবায় চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে দায়ের মামলার তদন্তভার দেওয়া হল ওই শিক্ষকদের লাথি মারায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর রিটন দাসকেই। গত বুধবারের ওই ঘটনায় চাকরিহারাদের বিরুদ্ধে মোট ৮টি ধারায় মামলা রুজু হয়েছে। তার মধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। পুলিশকর্তাদের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন আক্রান্ত শিক্ষক থেকে রাজনৈতিক দলের নেতারা।

    গত বুধবার কসবা DI অফিসে চাকরিহারাদের আন্দোলনে লাঠি চালায় পুলিশ। তখন রিটন দাস নামে কসবা থানার এক এসআইকে এক চাকরিহারাকে লাথি মারতে দেখা যায়। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে সমাজে। এর পরই DIএর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ৮টি ধারায় মামলা রুজু করে পুলিশ। তার মধ্যে ৩টি ধারা আবার জামিন অযোগ্য। সেই মামলার তদন্তভার বর্তেছে লাথি মারায় অভিযুক্ত পুলিশ আধিকারিক রিটন দাসের ওপর।

    পুলিশের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, অভিযুক্তই যদি তদন্তকারী আধিকারিক হন তাহলে সুবিচার পাওয়া সম্ভব নয়। বাম নেতা শতরূপ ঘোষ বলেন, এতে স্পষ্ট হল মমতা বন্দ্যোপাধ্যায় ওই পুলিশ আধিকারিককে লাথি মারতে পাঠিয়েছিলেন। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে বলতে চাইছে, আমি যা খুশি তাই করব, দেখি তোমরা কী করতে পারো।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)