ফুট ওভার ব্রিজ তৈরির আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ গার্ডওয়াল দিয়ে ফাঁকা জায়গা বন্ধ করে দেন। তার ফলে রাস্তা পারাপারের ক্ষেত্রে প্রবল সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা পারাপারের ফাঁকা জায়গা বন্ধের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার লোকজন। ঘটনা ১৯ নং জাতীয় সড়কের বর্ধমানের মীরছোবা এলাকার। তাঁদের দাবি, ফুট ওভার ব্রিজ তৈরি না করে রাস্তা পারাপারের ফাঁকা জায়গা বন্ধ করা যাবে না।
সেখানকার বাসিন্দাদের আশঙ্কা, গার্ডওয়াল দেওয়ার জন্য এ বার থেকে জাতীয় সড়কে পারাপারের জায়গা বন্ধ করে দেওয়া হবে। ফলে এ বার থেকে ঘুরপথে যাতায়াত করতে হবে। মীরছোবা এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই রাস্তা দিয়ে দিনরাত লোক চলাচল করে। আমাদের দাবি, আগে ফুট ওভার ব্রিজ চালু হোক। তারপর ফাঁকা জায়গা বন্ধ করা হোক। এতদিন ওপারে যেতে হলে আমরা খুব সহজেই রাস্তা পেরিয়ে নিয়ে আসতাম। কিন্তু এখন ওই জায়গা বন্ধ হয়ে যাওয়ায় আমরা বেজায় সমস্যায় পড়েছি। আগে মাঝখান দিয়ে যাওয়া যেত। এখন অনেক ঘুরে যেতে হবে।’
তবে কেন হঠাৎ করে গার্ডওয়াল দিয়ে জায়গা বন্ধ হল মীরছোবা এলাকায়? এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দিন যাচ্ছে ওই এলাকায় দুর্ঘটনা ততই বেড়ে যাচ্ছে। সেই কারণেই গার্ডওয়াল দিয়ে ফাঁকা জায়গা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতিমধ্যেই ফুট ওভার ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী এক মাসের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে।
এ বিষয়ে বর্ধমান পুরসভার স্থানীয় কাউন্সিলর রাসবিহারী হালদার বলেন, ‘এর আগে কথা ছিল ব্রিজ তৈরি হয়ে গেলে ওই জায়গা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এলাকার বাসিন্দাদের বক্তব্য, আগে ব্রিজটা তৈরি হোক, তারপর ফাঁকা জায়গা বন্ধ করা হবে। কিন্তু দুর্ঘটনা পরিমাণ বেড়ে যাওয়ায় প্রশাসন এটা তড়িঘড়ি বন্ধ করে দিচ্ছে। এখানকার জাতীয় সড়ক কর্তৃপক্ষ কথা দিয়েছেন, তাঁরা ১ মাসের মধ্যে ব্রিজ তৈরির কাজ শেষ করে দেবেন। আমরা ঠিক করেছি, এলাকার মানুষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পুলিশ, প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দেব।’