রেড রোডে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। শহিদ মিনার বা রানি রাসমণি অ্যাভিনিউয়ের মতো বিকল্প জায়গায় হনুমান জয়ন্তী পালনের পরামর্শ হাইকোর্টের।
রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চায় হিন্দু সেবা দল। পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। শুক্রবার সকালে প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, রেড রোডে হনুমান জয়ন্তীতে হনুমান চালিশা পাঠ করা হবে। কিন্তু তাঁরা অনুমতি পাননি। শনিবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ওই রাস্তায় যানজটের কারণে সমস্যার কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে ওই আইনজীবী তুলে আনেন ইদের নমাজ পাঠ প্রসঙ্গ।
যদিও বিচারপতির পর্যবেক্ষণ, খিলাফত আন্দোলনের পর থেকে ওই জায়গায় তা হয়। বিচারপতি বলেন, ‘অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুমতি দিয়েছে বলেই অনুমতি দিতে হবে, তার কোনও যুক্তি নেই। ১০০ বছর ধরে তা হয়। আপনারা আপনাদের তেমন ইতিহাস দেখান। শুধু অন্যদের অনুমতি দেওয়ার জন্য আপনাদের দিতে হবে এর কোনও যুক্তি নেই।’
মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, পুলিশ আইনশৃঙ্খলার কথা বলছে না। ১৫ অগস্ট, ২৬ জানুয়ারি ওখানে অনুষ্ঠান হয়। দুর্গাপুজোর কার্নিভাল হচ্ছে ওই রাস্তায়। বিচারপতি বলেন, ‘এর আগে কখনও এমন অনুষ্ঠান করেননি। তাহলে এবার কেন?’ বিচারপতি আরও বলেন, ‘অনেক আগে ইদের অনুষ্ঠান শহিদ মিনারে হতো। পরে বৃষ্টির জন্য জল জমায় রেড রোডে অনুমতি দেওয়া হয়।’
সিঙ্গল বেঞ্চ রেড রোডে এই অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা। যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চও পরামর্শ দেয়, শহিদ মিনার বা আরআর অ্যাভিনিউয়ের মত বিকল্প জায়গায় হনুমান জয়ন্তী পালনের।