• চাকরিহারাদের সঙ্গে ম্যারাথন বৈঠক ব্রাত্যর, মিলল কোনও রফাসূত্র?
    এই সময় | ১২ এপ্রিল ২০২৫
  • ‘আমরা যোগ্য’, গত কয়েকদিন থেকেই এই দাবিতে সুর চড়িয়ে রাজপথে নেমেছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আদালত একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রমাণিত ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করে তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বৈঠকে উঠে এল ‘যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ’ প্রসঙ্গও। শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি-র চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।

    এ দিনের বৈঠকে চাকরিহারাদের অন্যতম দাবি ছিল ‘যোগ্য-অযোগ্য’-দের তালিকা প্রকাশ। বৈঠক শেষে প্রথমে চাকরিহারাদের পক্ষ থেকে জানানো হয়, আইনি পরামর্শ নিয়ে এই তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিলই তালিকাটি প্রকাশ করা হবে বলে জানান তাঁরা। অন্যদিকে, বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘ওঁরা (চাকরিহারারা) যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি করেছিলেন। সিবিআই-এর দেওয়া তথ্য মোতাবেক তা রয়েছে এসএসসির কাছে। তা ওয়েবসাইটে প্রকাশ করতে কোনও আপত্তি নেই। আইনি পরামর্শ নেওয়া হবে। আইনি সমস্যা না থাকলে তা প্রকাশ করতে কোনও অসুবিধা নেই।’

    সেক্ষেত্রে কি এই তালিকা ২১ তারিখ প্রকাশ করা হবে? সেই দিকে সব নজর। অন্যদিকে, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করার দাবি করেছিলেন চাকরিহারাদের একটি বড় অংশ। কিন্তু, সেই মিরর ইমেজ যে এসএসসির কাছে নেই বলে জানানো হয় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রতিনিধি দলকে। শুধু সিবিআই এর দেওয়া মিরর ইমেজ রয়েছে। যদি তা সিবিআই দেয় এবং তা প্রকাশে আইনি কোনও বাধা না থাকে সেক্ষেত্রে তাও প্রকাশ করতে সমস্যা নেই বলে জানান শিক্ষামন্ত্রী।

    উল্লেখ্য, বেতন চালু থাকবে কি না, সেই বিষয়ে ব্রাত্য বসু কোনও মন্তব্য না করলেও চাকরিহারারা বৈঠকের পর বলেন, ‘আপাতত বেতন চালু থাকবে কি না, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে ওঁরা জানিয়েছেন। আমরা দেখেছি বেতনের পোর্টাল খুলে দিয়েছে। আশা করি বেতন পাব।’ বিচার না পাওয়া পর্যন্ত পথে থাকার কথা বলেছেন আন্দোলনকারী।

    অন্যদিকে, যোগ্যদের স্কুলে ফেরার আবেদন করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি এ দিন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন ব্রাত্য বসু। তিনি বলেন, ‘প্রথমেই প্রশ্ন তুলব কে ভক্ষক ছিলেন?কোন ভগবান সেই সময়ে তাঁদের চাকরি খেয়েছিলেন এবং সকলকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন?’

    পাশাপাশি আন্দোলনকারীদের উদ্দেশে ব্রাত্যর বার্তা, ‘আমি আবেদন করব যতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনায় আছি, সেই সময়টুকু আপনারা ধৈর্য ধরুন।’

  • Link to this news (এই সময়)