ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের জেরে আটকে একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন। আটকে কামাখ্যা-পুরী এক্সপ্রেস, সাহেবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, নবদ্বীপ ধাম এক্সপ্রেস, ধুলিয়ান-নিমতিতার মধ্যেও বন্ধ ট্রেন চলাচল।
মুর্শিদাবাদের ঘটনায় রাজ্য পুলিশের অন্যতম সিনিয়র আইপিএস অজয় কুমার নন্দাকে দ্রুত জঙ্গিপুরে যেতে নির্দেশ নবান্নের।
ফের নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল জঙ্গিপুর মহকুমা এলাকার সামশেরগঞ্জ ও সুতি থানা এলাকা। সুতি থানা এলাকার নিমতিতা স্টেশনে আপ ও ডাউন ট্রেন দাঁড়িয়ে আছে বলে জানা গিয়েছে। ট্রেনে ভাঙচুর করারও অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার সুতি থানার সাজুর মোড় এবং সামশেরগঞ্জ থানার ধুলিয়ান মোড়ে পৃথক ভাবে কয়েক হাজার মানুষের মিছিল পৌঁছয়। ওই মিছিল সাজুর মোড় এলাকায় পৌঁছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়।
অভিযোগ, এর পরেই পুলিশকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি শুরু করে। সেই সঙ্গে পাথর ছোড়া হয় এবং গুলি চালানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন পুলিশকর্মী এবং পথ চলতি নিরীহ মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হয়েছে।
মিছিল অংশগ্রহণকারী কিছু যুবক ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশে তাতে বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বেসরকারি ২টি বাসে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মোটরবাইকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।
বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী পুলিশকে দ্রুত পদক্ষেপ করার আবেদন করেছেন। মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের শান্তি বজায় রাখতে এবং আইন মেনে আন্দোলন করতেও আবেদন করেছেন অধীর।
রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভের জেরে শুক্রবার পূর্ব রেলের আজিমগঞ্জ – নিউ ফরাক্কা শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধুলিয়ানগঙ্গা স্টেশনের কাছে রেললাইনের উপরে বসে বিক্ষোভ দেখিয়েছেন কয়েক হাজার মানুষ। এর ফলে ১৫৬৪৪ ডাউন কামাখ্যা – পুরী এক্সপ্রেস দুপুর ২টো ৪৬ মিনিট থেকে ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে। ৫৩৪৩৪ ডাউন বারহরওয়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনকেও বল্লালপুরে আটকে রাখা হয়েছে। ধুলিয়ানগঙ্গা ও নিমতিতা স্টেশনের মাঝে রেললাইন অবরোধের ফলে গোটা শাখায় ট্রেন চলাচলে বিপর্যয় নেমে এসেছে বলে জানিয়েছে পূর্ব রেল।