দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলায় শুক্রবার তুমুল উত্তেজনা ছড়াল হুগলির চাঁপদানিতে। কয়েকদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে ঝামেলার সূত্রপাত। এ দিন দুপুর দেড়টা নাগাদ চাঁপদানি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখানো হয় এক পক্ষের তরফে। তারপরে দুপুর ২টো নাগাদ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পলতা ঘাটে জিটি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা।
খবর পেয়েই এলাকায় পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালগি। কমিশনারেটের অন্য উচ্চপদস্থ আধিকারিকরাও চাঁপদানি পুলিশ ফাঁড়িতে পৌঁছন। জিটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকায় পুলিশ বারবার অনুরোধ করে, অবরোধ তুলে নেওয়ার জন্য। বারবার বলার পরেও অবরোধ না ওঠায় পুলিশ লাঠিচার্জ শুরু করে। কয়েকজনকে আটকও করা হয়েছে। চাঁপদানি পুরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে আরও বাহিনী এসে পৌঁছয় এলাকায়। ধীরে ধীরে এলাকার পরিস্থিতি শান্ত হয়েছে। এখন পুলিশ পিকেট রয়েছে এলাকায়।
চাঁপদানি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জাকির হোসেনের অভিযোগ, সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে সেটা নিয়েই সমস্যা তৈরি হয়। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনকে বিঁধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।