মহিলার গালাগালিতে ক্ষিপ্ত হয়ে তাঁর একের পর এক অন্তর্বাস চুরি, হাতেনাতে পাকড়াও চোর...
আজকাল | ১২ এপ্রিল ২০২৫
প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: মহিলাদের অন্তর্বাস চুরির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে লাইটপোষ্টে বেঁধে গণ প্রহার স্থানীয়দের। চুরির এই আজব ধরনে আলিপুরদুয়ারের ১৬ নম্বর ওয়ার্ডে রীতিমতো অবাক স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ১৬ নম্বর ওয়ার্ডে গত কয়েকদিন ধরেই স্থানীয় এক মহিলার অন্তর্বাস চুরির ঘটনা ঘটছিল। কিন্তু কীভাবে চুরি হচ্ছে বা কে চুরি করছে সেটা একেবারেই ধরা যাচ্ছিল না। সম্প্রতি একটি বাড়ির মালিক তাঁর বাড়ির সিসিটিভির ফুটেজে দেখতে পান বাইকে চেপে এসে এক ব্যক্তি একটি অন্তর্বাস নিয়ে চলে যাচ্ছে। বৃহস্পতিবার ওই ব্যক্তি যখন ফের চুরি করছিল তখন তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
জানা গিয়েছে, জেরায় ওই যুবক জানায়, তাকে ওই এলাকার এক মহিলা একবার গালিগালাজ করেছিল। সেই রাগেই সে ওই মহিলার একের পর এক অন্তর্বাস চুরি করছিল। ক্ষিপ্ত জনতা তাকে লাইটপোষ্টের সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছে পৌরসভার স্থানীয় সদস্য দিবাকর পাল জানান, অভিযুক্তকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে।