• তির-ধনুক
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২২
  • মুম্বই:  আপাতত শিবসেনার নির্বাচনী প্রতীক ও দলের নাম বিবদমান দুটি গোষ্ঠীর কেউই ব্যবহার করতে পারবে না। শনিবার এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন।  শিবসেনার ‘তির-ধনুক’ প্রতীকের দখল নিয়ে উদ্ধব থ্যাকারে ও একনাথ সিন্ধে গোষ্ঠীর  টানাপোড়েনের চলছে। এরইমধ্যে কমিশন জানিয়েছে, পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত শিবসেনার কোনও গোষ্ঠীই ওই প্রতীক ব্যবহার করতে পারবে না। কমিশনের সিদ্ধান্তে অসন্তুষ্ট উদ্ধব শিবির।

    মুম্বইয়ের আন্ধেরি-পূর্ব আসনের আসন্ন উপ নির্বাচনে শিবসেনার প্রতীক কারা ব্যবহার করবে, তা নিয়ে দ্বন্দ্ব চলছিল সিন্ধে ও উদ্ধব শিবিরের মধ্যে। কমিশনের এদিনের নির্দেশের ফলে উপ নির্বাচনে শিবসেনার দুই গোষ্ঠীকেই নতুন নাম ও প্রতীকে লড়াই করতে হবে। 
  • Link to this news (বর্তমান)