• যোগ্য-অযোগ্য আলাদা করবে রাজ্য, ব্রাত্যর সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষকরা
    আজ তক | ১২ এপ্রিল ২০২৫
  • SSC Scam: পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন (SSC) সম্প্রতি ঘোষণা করেছে যে, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো প্রার্থীদের মধ্যে যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করা সম্ভব। এই সিদ্ধান্ত এসএসসি ভবনের সামনে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর জানানো হয়।

    এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কমিশন কাজ করবে এবং যাঁরা যোগ্য, তাঁদের পাশে থাকবে। তিনি আরও বলেন, বিতর্কিত প্রার্থীদের তালিকা যেমন আদালতে জমা দেওয়া হয়েছে, তেমনি যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের তালিকাও আদালতে জমা দেওয়া হবে।

    চাকরি হারানো প্রার্থীদের মধ্যে একজন, চিন্ময় মণ্ডল, বলেন, "আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকেই চাকরি হারিয়েছি, যার জন্য কমিশন দায়ী। কমিশন আজ আমাদের সঙ্গে বৈঠকে বলেছে যে, যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব, এটাই আমাদের দাবি ছিল।"

    উল্লেখ্য, ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে, যার ফলে প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে আপিল করে, যেখানে মামলাটি এখনও বিচারাধীন। 

    এসএসসি চেয়ারম্যানের এই ঘোষণায় কিছুটা স্বস্তি পেয়েছেন চাকরি হারানো যোগ্য প্রার্থীরা, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর। তবে প্রশ্ন উঠছে এই সদিচ্ছা এতদিন দেখানো হল না কেন। আগেই এটা নিয়ে পরিষ্কার রিপোর্ট দেওয়া যেত, তাহলে এই অনিশ্চয়তা তৈরি হত না।
     

     
  • Link to this news (আজ তক)