• 'সব আমাদের লোকজনই ছিল'. কসবাকাণ্ডে 'বহিরাগত' তত্ত্ব খারিজ চাকরিহারাদের!
    ২৪ ঘন্টা | ১২ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'একেবারেই সত্য নয়'। কসবাকাণ্ডে বহিরাগত তত্ত্ব খারিজ করে দিলেন চাকরিহারা। বিকাশ ভবনে বৈঠকের পর তাঁরা জানিয়ে দিলেন, 'আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। আমরা রাস্তাতেই আছি। রাস্তাতেই থাকব। আর ততদিন থাকব যতদিন না সুপ্রিম কোর্ট থেকে ন্যায় পাচ্ছি'।

    চাকরিহারারা বলেন, 'একেবারেই সত্য নয় যে. বহিরাগতরা গিয়ে করেছে। কোনও বহিরাগত ছিল না, সব আমাদের লোকজনই ছিল। খুবই সংকটময় পরিস্থিতি আছে, সবাই চাপে আছে। কিন্তু লাথি মারছে, এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে. সে এমনিতেই উত্যক্ত অবস্থায় আছে। ও বারবার বলছি, আমাকে পেট্রল দিয়ে জ্বালিয়ে দাও। অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেবে এমন কোনও উদ্দেশ্য নেই। যদি হত, ভাবুন চাকরি চলে দিয়েছে, এখনও পর্যন্ত কোনও সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে! শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়ে আছে। মাথার উপরে পাহাড় ভেঙে পড়ারও যদি এমন অভিযোগ আসে, আমরা দুঃখিত'।

    ঘটনাটি ঠিক কী?   বুধবার চাকরিহারাদের বিক্ষোভে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কসবা ডিআই অফিস। বিক্ষোভকারীদের উপর পুলিস নির্বিচারে লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকী, চাকরিহারা শিক্ষককে লাথি মারতে দেখা গিয়েছে রিটন দাস নামে এক পুলিস আধিকারিককে। যে ঘটনায় এখন তোলপাড় গোটা রাজ্য। 

    বিকাশভবনে তখন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী। আজ, শুক্রবার সাংবাদিক সম্মেলনে পুলিস কমিশনার মনোজ ভর্মা বলেন, 'আমার কাছে যা খবর পেয়েছি, সকলকে সতর্ক করলাম। যে এইরকম একটা কর্মসূচি হতে পারে। তালা লাগানো, যে কর্মসূচি ছিল, তাতে শিক্ষকরা থাকবেন। এবার শিক্ষকদের সঙ্গে বাইরে লোক এসেছে। আমরা ওখানে যখন পৌঁছেছি কিছু লোক, তখন আমরা নিশ্চিত হয়েছি, বাইরের লোকও আছে। তদন্তে করতে গিয়ে আমরা নিশ্চিত বাইরের লোকও ছিল'।

  • Link to this news (২৪ ঘন্টা)