জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোন পথে কাটবে চাকরি-জট? বিকাশভবনে জরুরি বৈঠক শেষ। চাকরিহারারা বললেন, 'শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই SSC চেয়ারম্যান জানিয়েছেন, যোগ্য-অযোগ্য তালিকা তৈরি হচ্ছে। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ প্রকাশ করা হতে পারে'।
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ২৬ হাজার চাকরি! চাকরি ফেরতের দাবিতে পথে শিক্ষকরা। আজ, শুক্রবার বিকাশভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন SSC চেয়ারম্যানও। আড়াই ঘণ্টা ধরে চলল বৈঠক।
কী আলোচনা হল? বৈঠক শেষে চাকরিহারারা জানালেন, 'আমরা বলেছিলাম, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই SSC চেয়ারম্যান জানিয়েছেন, যোগ্য-অযোগ্য তালিকা তৈরি হচ্ছে। আইনি পরামর্শ নিয়ে পরের সপ্তাহে সোমবার নাগাদ প্রকাশ করা হতে পারে। ২২ লক্ষ OMR, মোট পরীক্ষার্থী যাঁরা ছিল, তাঁদের OMR প্রকাশ করার কথাও বলেছি। ওনারা বলেছেন, আইনি পরামর্শ নেবেন। যদি ইতিবাচক বার্তা দেন যে, কোনও অসুবিধা নেই। তাহলে অবশ্যই প্রকাশ করা হবে। ওনারা জানালেন, মিরর ইমেজ তো নেই। কারণ, মিরর ইমেজ যদি থাকত, সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। সিবিআই যে মিরর ইমেজটা জমা দিয়েছে, সেটা আছে। যদি মনে হয়, সেটাও দেবেন'।
চাকরিহারাদের আরও বক্তব্য, 'আমরা বলেছি, রিভিউয়ের আগে কী ধরনের আলোচনা হবে, সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন। ওনারা রাজি হয়েছেন"। আপনারা কি আশ্বস্ত? সোজাসাপ্টা জবাব, 'স্বস্তি সেদিনই পাব, যেদিন আইনিভাবে পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তির নিশ্বাস ফেলছি না। বেতন চালু থাকবে কিনা, আইনি পরামর্শ নেওয়া চলছে। আংশিকভাবে তো কিছু দাবি তো মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে'।