জঙ্গিপুরের পর ওয়াকফ বিরোধিতায় উত্তপ্ত আমতলা, ফের ‘আক্রান্ত’ উর্দিধারীরা
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ব্যুরো: জঙ্গিপুরের পর আমতলা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার আমতলা। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। ‘আক্রান্ত’ হন উর্দিধারীরা। তবে ভাঙচুর হওয়া গাড়িটি বারুইপুরের দিক থেকে আসামি নিয়ে কোর্টে যাচ্ছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি পুলিশের। অন্যদিকে, নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। সামশেরগঞ্জের সুতিতে ১৬৩ ধারা আমান্য করে পথ অবরোধ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। আহত ফরাক্কার এসডিপিও।
শুক্রবার আমতলায় ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নামে জনতা। সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। শুধুমাত্র অ্যাম্বুল্যান্সকে ছাড় দেওয়া হয়। বাকি যান চালাচল পুরোপুরি বন্ধ ছিল। সেই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে। ওই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাওয়ার সময় ঘটনাটি ঘটে। কোনও পুলিশকর্মী আহত হননি বলে দাবি।
অন্যদিকে, ফের উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। সামশেরগঞ্জের সুতিতে আইন অমান্য করে জাতীয় সড়ক অবরোধ। বিক্ষোভকারীদের বাধা দিলে পুলিশ-জনতার খণ্ডযুদ্ধ বাঁধে। শুরু হয় ইট বৃষ্টি। বোমাও পড়ে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন ফরাক্কার এসডিপিও। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বীরভূমেও একই পরিস্থিতি। তবে এখানে প্রতিবাদ হলেও ঝামেলা ঘটার ঘটনাটি ঘটেনি।মুরাইরইতে তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়ের ছবি দিয়ে বিক্ষোভে নেমেছেন সংখ্যালঘুরা। গত সপ্তাহে সংসদে ওয়াকফ বিল পাশের সময়ে অনুপস্থিত ছিলেন শতাব্দী। বিক্ষোভকারীদের অভিযোগ, ওয়াকফ বিলের বিরোধিতা এড়াতেই সাংসদ ছিলেন না। তাই তাঁকে নিয়ে ক্ষুব্ধ প্রতিবাদীরা। কলকাতার পার্ক সার্কাসেও প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘুরা।